অতি কষ্টে জিতল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রোববার রাতে অতি কষ্টে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ২-১ গোলে হারিয়েছে ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নকে।
নিজেদের মাঠে শুরু থেকেই অনুজ্জ্বল ছিল ম্যানইউ। প্রতিপক্ষের আক্রমণে বেশ নাজেহাল আবস্থায় পড়ে তারা। তাই প্রথমেই পিছিয়ে পড়ে ইংলিশ লিগের জায়ান্ট দলটি।
ম্যাচের ১৩ মিনিটে এগিয়ে যায় ব্রাইটন। ম্যানইউ গোলরক্ষকের ভুলে ওয়েলব্যাক লক্ষ্যভেদ করেন।
এই ব্যবধান বেশ কিছুক্ষণ ধরেও রেখেছিল ব্রাইটন। ম্যাচের ৬২ মিনিটে খেলার সমতায় ফিরে ম্যানইউ। ফের্নান্দেসের বাড়িয়ে দেওয়া বলে র্যাশফোর্ড বল জালে জড়ান।
৮৩ মিনিটে পল পগবার কাছ থেকে বল পেয়ে হেডে গোল করেন গ্রিনউড।
লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানইউ। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। আর ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যান সিটি।