অনুশীলনে নেমে পড়লেন সাকিব-তামিমরা
ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে এরই মধ্যে ঢাকায় এসে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনদিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নেমে পড়বেন সফরকারী দলটি। সে লক্ষ্যে আজ রোববার দলীয় অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটারেরা।
আজ সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন ইনডোর থেকে অনুশীলন শুরু হয়েছে বাংলাদেশ দলের। যেখানে সাকিব-তামিমসহ প্রাথমিক দলে ডাক পাওয়া সবাই অংশ নিয়েছেন। বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং অনুশীলনে অনেক সময় কাটিয়েছেন মুশফিকরা।
আজ সকাল সাড়ে ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ দল। টেস্ট ও ওয়ানডের দল মিলে মোট ৩৮ সদস্যের বিশাল বহর নিয়ে এই সফরে এসেছে সফরকারীরা। বিমানবন্দরে নেমে সরাসরি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উঠেছেন তাঁরা।
মূল লড়াইয়ের আগে তিনবার করোনা পরীক্ষা হবে উইন্ডিজ ক্রিকেটারদের। এরই মধ্যে প্রথম পরীক্ষা হয়ে গেছে। তিনদিন পর হবে আরেকটি পরীক্ষা। তৃতীয় পরীক্ষা হবে সাতদিন পর।
কোয়ারেন্টিন পর্ব শেষে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ ও ২২ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম দুটি ওয়ানডে। ২৫ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
২৮-৩১ জানুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।
বাংলাদেশ ওয়ানডে দল : নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহদী হাসান ও রুবেল হোসেন।
বাংলাদেশ টেস্ট দল : তামিম ইকবাল, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজু রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন।