‘অন টাইগার্স ট্রেইল’ এর মোড়ক উন্মোচন
ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইসাম এর বই ‘অন টাইগার্স ট্রেইল’ এর মোড়ক উন্মোচন হয়েছে। ইএসপিএনক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি ইসাম এর বাছাই করা কিছু লেখার নিয়ে বাজারে এসেছে বইটি। যা প্রকাশ করেছে মাইটিপ্রেস।
গতকাল শুক্রবার(১১ মার্চ) রাজধানীর একটি রেস্তোঁরায় বই এর মোড়ক উন্মোচন করা হয়। রকমারি ডট কমে পাওয়া যাবে বইটি। মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।
বই এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক, বিপিএল জয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু, বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামসহ আরও অনেকে।
ক্রীড়া সাংবাদিক হিসেবে বেশ পরিচিত মুখ ইসাম। তিনি নিজেও অবশ্য ক্রিকেট খেলেছেন। ইন্দিরা রোড ক্রীড়া চক্রের হয়ে মাতিয়েছেন মাঠ। কেভিন পিটারসেনসহ অনেক তারকা ক্রিকেটারদের নেটে বোলিং করেছেন। পরবর্তীতে ক্রীড়া সাংবাদিক হিসেবে নিজের পরিচিতি গড়েন।