সীরাত স্মারকের মোড়ক উন্মোচন ও লেখক সম্মেলন
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রীয় কচিকাঁচার মেলার দাদাভাই সম্মেলন কক্ষে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সীরাত স্মারকের মোড়ক উন্মোচন ও লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আব্দস সাত্তার।
আব্দুর রহমান ও এম এ তাওহিদের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইআইবি ভিসি প্রফেসর ড. শামসুল আলম, কবি ও সম্পাদক মোশাররফ হোসেন খান, কবি জাকির আবু জাফর, ফররুখ গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ জসিম উদদীন, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি লেখক ও গবেষক আল্লামা ইকবাল। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচিত সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী, কবি ও ছড়াকার আতিক হেলাল, প্রফেসর আর কে শাব্বির আহমেদ, কবি ফরিদ সাঈদ, জালাল খান ইউসুফী, সুমন রায়হান, ইসমাঈল হোসেন, নাবিক সাহিত্য সংসদের সভাপতি সালেহ মাহমুদ, কবি নজরুল সংসদের সভাপতি প্রফেসর মঈন উদ্দিন, পাঠকপত্র সম্পাদক আবুল খায়ের নাইমুদ্দীন, কাঠ-পেন্সিল সম্পাদক সীমান্ত আকরাম।
আরও উপস্থিত ছিলেন কবি ও গবেষক নাসির হেলাল, সাংবাদিক নেতা শাহিন হাসনাত, কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী, কলামিস্ট জাফর পাঠান, লেখকপত্র সম্পাদক মুনিরুল ইসলাম, ডা. কবির ভুঁইয়া, কবি ওয়াহিদ আল হাসান, কবি ও অভিনেতা সরদার আব্বাস উদ্দিন, কবি সাইফ সাদী, হেলাল উদ্দিনসহ দেড় শতাধিক লেখক, কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়, তেলাওয়াত করেন প্রখ্যাত ক্বারি বেলাল হোসাইন সরকার। সংগীত পরিবেশন করেন শিল্পী আবু রায়হান, শিল্পী শরিফুল ইসলাম, পিএম মিজান সহ মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যরা। সম্মেলনে সকল লেখক কবি সাহিত্যিকদের উপহার হিসেবে পাটের ব্যাগ, সীরাত স্মারক, নোট বুক ও কলম দেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক