অলিম্পিকে প্রতিপক্ষকে কামড় দিয়ে বসলেন বক্সার ইউনেস
ফের অদ্ভুত কাণ্ড ঘটে গেল টোকিও অলিম্পিকে। যে অলিম্পিক সৌহার্দ্য-সম্প্রীতির আহ্বান জানায় সেই অলিম্পিকেই লঙ্কা কাণ্ড বাঁধালেন মরক্কোর হেভিওয়েট বক্সার ইউনেস বাআল্লা। নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে প্রতিপক্ষের খেলোয়াড় নিউজিল্যান্ডের ডেভিড নাইয়িকাকে কামড় দিয়ে বসলেন ইউনেস।
গতকাল মঙ্গলবার টোকিও অলিম্পিকে ঘটনাটি ঘটে। ২২ বছর বয়সী মরক্কোর হেভিওয়েট বক্সার বাআল্লার মুখোমুখি হন ইউনেস। শেষ ষোলোর ম্যাচটিতে কোনো পয়েন্ট না পেয়েই হেরেছেন ইউনেস।
কিন্তু হারের আগে নাইয়িকাকে কামড় দিয়ে বসেন ইউনেস। এরই মধ্যে নাইয়িকাকে কামড় দেওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দুজনের লড়াইয়ের এক পর্যায়ে নাইয়িকার কান বরাবর কামড় বসিয়েছিলেন ইউনেস। এমন আচরণের জন্য শেষ পর্যন্ত তাঁকে ম্যাচ থেকে বহিষ্কার করা হয়।
টোকিও অলিম্পিকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ইউনেসের আচরণ ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অখেলোয়াড়সুলভ।’
তবে ইউনেসের কামড়ে খুব একটা আঘাত পাননি নাইয়িকা। ম্যাচ শেষে নাইয়িকা বলেছেন, ‘সে পুরো মুখটা বসাতে পারেনি। সৌভাগ্যক্রমে তার মুখে গার্ড ছিল। আর আমিও ঘেমে ছিলাম।’
এর আগে প্রথম রাউন্ডেই আরেকটি ঘটনা ঘটেছিল। হকি খেলার সময় প্রতিপক্ষ স্পেনের খেলোয়াড় দাভিদ আলেগ্রের মাথায় বাড়ি মেরে বসেছেন আর্জেন্টিনার হকি খেলোয়াড় লুকাস।
টোকিও অলিম্পিকের হকি ইভেন্টের স্পেন-আর্জেন্টিনা ম্যাচে ঘটে গেল এমন ঘটনা। ম্যাচ চলাকালীন সময়ে পেশিতে টান লেগে শুয়ে পড়েন আলেগ্রে। বাকিরা মিলে তাঁর সেবা করছিলেন। এমন সময়ে হঠাৎ করে এসে কিছু বুঝে ওঠার আগেই মাটিতে শুয়ে থাকা আলেগ্রের মাথার পেছনে হকি স্টিক দিয়ে বাড়ি মেরে বসেন লুকাস।
এরপরেই উত্তাপ ছড়ায় ম্যাচে। এমন ঘটনায় রেগে যান স্প্যানিশরাও। মুহূর্তের মধ্যে লুকাসকে গলা ধরে বসিয়ে দেন স্পেনের ডেলাস। এরপর আলেগ্রেও রাগ দেখান। লাফিয়ে উঠে তেড়ে যান লুকাসের দিকে।
আম্পায়ার চেষ্টায় করেন খেলোয়াড়দের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে। শেষ পর্যন্ত পরিস্থিতি দেখে ম্যাচটি তাড়াতাড়ি শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। ম্যাচের ফল হয় ১-১ গোলে ড্র।