অলিম্পিক গেমস ভিলেজ খুলে দেওয়া হয়েছে
গত বছর টোকিওতে অলিম্পিক গেমস আয়োজনের কথা ছিল। করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। 'গ্রেটেস্ট শো অন আর্থ' আর কদিন বাদে মাঠে গড়াচ্ছে। অবশ্য করোনার প্রকোপ না কমায় এই বছর গেমসটি আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
গোল ডটকমের খবরে জানা গেছে, করোনার প্রভাব যতই থাকুক, টোকিও অলিম্পিক গেমস নির্ধারিত সময়েই হবে।
আয়োজক কমিটির প্রধান ইওসিরো মোরি এ ব্যাপারে বলেন, ‘করোনা যতই উদ্বিগ্ন রাখুক, গেমস আয়োজন হবেই। এই আত্মবিশ্বাস নিয়েই এগোচ্ছি। একটা নতুন স্বাদের অলিম্পিকের জন্য তৈরি হোক বিশ্ববাসী।’
এদিকে আজ মঙ্গলবার অ্যাথলটদের জন্য টোকিও অলিম্পিকের গেমস ভিলেজ খুলে দেওয়া হয়েছে। প্রথম দল হিসাবে চেক প্রজাতন্ত্রের অ্যাথলিটরা প্রবেশ করেছেন ভিলেজে।
এবার বিশেষ কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না। টোকিওর হারুমি ওয়াটারফ্রন্ট জেলায় ৪৪ হেক্টর জমির ওপর তৈরি করা হয়েছে এই ভিলেজ। সাংবাদিকরা ভিলেজে প্রবেশ করতে পারবেন না।
২১টি আবাসিক বিল্ডিং তৈরি করা হয়েছে। প্রতিটি বারান্দা থেকে প্রতিটি দেশের জাতীয় পতাকা ঝোলানো হবে।
টোকিওর এই অলিম্পিক ভিলেজে ডাইনিং হল, ফিটনেস সেন্টার ছাড়াও থাকছে ডোপিং কন্ট্রোল সেন্টার। করোনা চিকিৎসার জন্য একটি বিশেষ ফিভার ক্লিনিক তৈরি করা হয়েছে। সেখানে ২৪ ঘণ্টা পরীক্ষা করা হবে।
ভিলেজে থাকা অ্যাথলটদের জন্য কড়া নিয়ম করা হয়েছে। ভিলেজে বাইরে কোনো টুরিস্ট স্পট, রেস্তোরাঁয় যাওয়া যাবে না।
আগামী ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট এই গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।