অ্যাডিলেডে ইতিহাস গড়লেন ওয়ার্নার
অ্যাডিলেড ওভালে কম রেকর্ড হয়নি আগে। অনেক নামিদামি তারকার বহু কীর্তি রয়েছে। তবে এত দিন এই মাঠে যা হয়নি, এবার তা করে দেখালেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করলেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান।
ওয়ার্নার অসাধারণ ট্রিপল সেঞ্চুরি করে ভাঙলেন রেকর্ডও। গোলাপি বলের টেস্টে তিনিই এখন সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটসম্যান। পাকিস্তানের আজহার আলীর ৪৫৬ রানকে টপকে গেলেন।
এ ছাড়া চলতি বছর টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ছিল ভারতীয় বিরাট কোহালির। গত মাসে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৫৪ রান করেছিলেন তিনি। এদিন তিনশতাধিক রান করে ভারতীয় তারকাকে ছাপিয়ে গেছেন ওয়ার্নার।
তা ছাড়া এত দিন টেস্টে ওয়ার্নারের সর্বাধিক রান ছিল ২৫৩। ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি। এবার নিজের সেই ইনিংসকেও ছাড়িয়ে গেছেন তিনি।
এদিন ওয়ার্নার শুরু করেছিলেন ১৬৬ রান নিয়ে। এরপর ডাবল ও ট্রিপল সেঞ্চুরি করেন। অস্ট্রেলিয়া তিন উইকেটে ৫৮৯ রানে ইনিংস ঘোষণা করেছে। আর ওয়ার্নার অপরাজিত আছেন ৩৩৫ রানে। ৪১৮ বলের ইনিংস তিনি সাজিয়েছেন ৩৯টি চার ও একটি ছক্কায়।
এদিন ওয়ার্নার যেভাবে ব্যাট করছিলেন, তা দেখে মনে হয়েছিল ব্রায়ান লারার টেস্টে চারশোর ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড ভাঙবেন তিনি। অবশ্য লারার সেই রেকর্ড অক্ষতই থাকল। ওয়ার্নার অপরাজিত ৩৩৫ রান ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় আছেন ১০ নম্বরে।

স্পোর্টস ডেস্ক