আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশ
 
          বাংলাদেশ জাতীয় কাবাডি দল। ছবি : সংগৃহীত        
          বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ। লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকরা ৩৩-৩১ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
আজ বুধবার জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচ। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৪-৯ পয়েন্ট এগিয়ে ছিল।
পাঁচ দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। চার ম্যাচের সবকটিতেই জিতে শীর্ষে থেকেই ফাইনালে ওঠে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচে পোল্যান্ড, কেনিয়া ও নেপালকে হারিয়েছিল স্বাগতিকরা।
আগামী ২ এপ্রিল প্রতিযোগিতার ফাইনাল। তবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে তা এখনো ঠিক হয়নি।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
