তামিমের একার লড়াইয়ে ১৫০ ছাড়ানো পুঁজি বাংলাদেশের
 
পরিবর্তনটা হলো কোথায়? সেই তো একই চিত্র! একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে গেলেন তানজিদ হাসান তামিম। বাকিরা লম্বা করলেন যাওয়া-আসার মিছিল। ক্যারিবীয়দের পেস কিংবা স্পিন-কোনো বলেই স্বাচ্ছন্দ্য দেখা গেল না লিটন-জাকেরদের। তামিমের ক্যারিয়ার সেরা ইনিংসে সিরিজে প্রথমবার ১৫০ পার করা পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে সবগুলো উইকেট হারিয়ে ১৫১ রান তুলেছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। তবে সেটি বেশি সময় ধরে রাখতে পারেনি। পাওয়ার-প্লের আগে-পরে মিলিয়ে দুই উইকেট হারিয়ে রানের গতিও কমিয়ে ফেলে বাংলাদেশ। ফেরত যান পারভেজ হোসেন ইমন (১০ বলে ৯) ও লিটন দাস (৯ বলে ৬)।
এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে সেই চাপ কাটিয়ে ওঠেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তৃতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন তারা। মন্থর গতিতে এগোতে থাকা সাইফ ২২ বলে ২৩ রান করে ফিরলে ভাঙে সেই জুটি।
এরপর বাকিরা যোগ দেন যাওয়া-আসার মিছিলে। তামিমকে সঙ্গও দিতে পারেননি পরের ব্যাটাররা। অনেকটা নিঃসঙ্গ সেপাইয়ের মতো একাই লড়াই চালিয়ে গেলেন তামিম।
ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি তুলে নিয়ে পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছেও। তবে প্রথম শতকটা হাঁকানো হলো না তার। সেটি না হলেও ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন টাইগার ওপেনার। শেষ ওভারে ফিরেছেন ৬২ বলে ৮৯ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৯ চার আর ৪ ছক্কায়।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শেফার্ড। দুটি করে উইকেট গেছে পিয়েরে আর হোল্ডারের ঝুলিতে। একটি করে উইকেট পেয়েছেন আকিল ও চেজ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ২০ ওভারে ১৫১/১০ (ইমন ৯, লিটন ৬, সাইফ ২৩, রিশাদ ৩, নুরুল ১, নাসুম ১, জাকের ৫, তামিম ৮৯, শরিফুল ০, তাসকিন ৯, মেহেদি ০*; হোল্ডার ৪-০-৩২-২, আকিল ৪-০-২৬-১, শেফার্ড ৪-০-৩৬-৩, চেজ ৪-০-২৩-১, পিয়েরে ৩-০-২৩-২, মোতি ১-০-১১-০)

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
