আমি কারো কাছে ভোট চাইনি : পাপন
কোনোরকম প্যানেল ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে দাঁড়িয়েছিলেন নাজমুল হাসান পাপন। নির্বাচনের আগে ইশতেহারও ঘোষণা করেননি। কাউন্সিলরদের আহ্বান জানিয়েছিলেন, তাঁরা যেন নিজেদের পছন্দ মতো ভোট দেন। কিন্তু কাউন্সিলররা পাপনের ওপরই ভরসা রেখেছেন। সর্বোচ্চ ভোট দিয়ে পাপনকে নির্বাচিত করেছেন তাঁরা।
নির্বাচনে জয়লাভ করে টানা চতুর্থবারের মতো বিসিবিপ্রধানের চেয়ার বসেছেন আবাহনী লিমিটেডের কাউন্সিলর পাপন। নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জানালেন, নির্বাচনের আগে কারো কাছে ভোট চাননি তিনি। ক্যাটাগরি-২ থেকে সর্বোচ্চ ভোট পেয়েছেন নাজমুল হাসান পাপন। এই ক্যাটাগরিতে ৫৭ ভোটের মধ্যে ৫৩ জন কাউন্সিলর ভোট দিয়েছেন তাঁকে।
আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সর্বোচ্চ ভোট পাওয়ার ব্যাপারে পাপন বলেন, ‘সত্য কথা, আমি কারও কাছে ভোট চাইনি। আমার নাম অনেকের কাছেই হয়তো দিয়েছে। কিন্তু আমি কারও কাছেই ভোট চাইনি। কারণ, আপনাদের আমি একটা কথা বলি, আমি একটা পরীক্ষা করতে চাইছিলাম পরিস্থিতিটা কী বাংলাদেশের, ভোটাররা কী মনে করেন।’
পাপন আরো বলেন, ‘নির্বাচনটা সবসময় আলাদা জিনিস, আমি যেটা লক্ষ্য করে দেখলাম। আমি যাদের ভোট জীবনেও পাব বলে আশা করিনি, তারাও আমাকে ভোট দিয়েছে। নির্বাচনটাই সম্পূর্ণ আলাদা জিনিস। আমি যত জনপ্রিয়ই হই না কেন, আমি যখন নির্বাচনে যাচ্ছি তখন কাউন্সিলরা কী করবেন এটা ধারণা করা খুব কষ্টকর।’
ক্যাটাগরি-২ থেকে নাজমুল হাসান পাপনসহ ১২ জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন— গাজী গ্রুপ ক্রিকেটার্সের গাজী গোলাম মর্তুজা (৫৩), আজাদ স্পোর্টিংয়ের এনায়েত হোসেন সিরাজ (৫৩), শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের নজীব আহমেদ (৫১), মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাহবুবুল আনাম (৪৭), শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ওবেদ রশীদ নিজাম (৫১), কাকরাইল বয়েজ ক্লাবের সালাহউদ্দিন চৌধুরী (৪৯), শেখ জামাল ক্রিকেটার্সের ইসমাইল হায়দার মল্লিক (৫২), সূর্য তরুণের ফাহিম সিনহা (৫০), ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাবের ইফতেখার রহমান (৫০), ঢাকা এসেটসের মনজুর কাদের (৪৯) ও আসিফ শিফা ক্রিকেট একাডেমির মনজুর আলম (৪৬)।