যুব ও ক্রীড়ামন্ত্রীকে বিসিবির শুভেচ্ছা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ১২ বছর ধরে বিসিবিপ্রধানের দায়িত্বে আছেন তিনি। এবার নতুন করে তার নামের সঙ্গে যুক্ত হলো মন্ত্রীত্ব। আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি। বঙ্গভবনে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রী হিসেবে শপথ নেন পাপন।
শপথ অনুষ্ঠান শেষে তাকে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এরপর আওয়ামী লীগ মোট পাঁচবার ক্ষমতায় আসে। আগের চার মেয়াদে দলটি থেকে মন্ত্রণালয়ের উপমন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করলেও পূর্ণ মন্ত্রীত্ব পাননি কেউ। এবারই প্রথম পাপন পেলেন সেই দায়িত্ব।
নাজমুল হাসান পাপন মন্ত্রী হওয়ার পর বিসিবির পরিচালক ও কর্মকর্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে শুভকামনা জানান। কর্তাব্যক্তিদের পক্ষ থেকে বলা হয়, ‘নতুন দায়িত্বে নাজমুল হাসান পাপন। তার নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনেক ভালো করবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন বহুদূর এগিয়ে যাবে। আশা করি, সামনের দিনগুলোতে মন্ত্রী হিসেবে তার নেতৃত্ব দেশের ক্রীড়াঙ্গনের প্রতি বিভাগে সাফল্য এনে দেবে। বিসিবি পরিবার তার এই সাফল্য দেখতে মুখিয়ে আছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন বিসিবির সভাপতি পাপন। এবারই প্রথম মন্ত্রীত্ব পেয়েছেন তিনি। শপথ নেওয়ার আগে তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। প্রধানমন্ত্রী একটা নতুন দায়িত্ব দিয়েছেন। চেষ্টা করব ঠিকভাবে পালন করার। যদিও, আমার জন্য বিষয়টি একেবারে নতুন।’