ইনজুরি নাদালের উজ্জ্বল ক্যারিয়ারের পথে ছিল বড় বাধা
রেকর্ড ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। তবে ইনজুরি তাঁর উজ্জ্বল ক্যারিয়ারের পথে ছিল বড় বাধা। ইনজুরির কারণে চলমান উইম্বলডনেও তাঁকে চরম সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
ইনজুরির কারণে নাদাল ইতিমধ্যেই ১১টি গ্র্যান্ড স্ল্যাম মিস করেছেন। ২০১০ এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল এবং একই বছর ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেও অবসর নিতে হয়েছিল তাঁকে।
২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনে কব্জির চোটের কারণে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন।
২০০৩ সালে ১৬ বছর বয়সে নাদাল প্রথম ইনজুরির কারণে কনুইতে আঘাত পেয়েছিলেন এবং ফ্রেঞ্চ ওপেন মিস করতে হয়েছিল।
৩৬ বছর বয়সী এই তারকা ক্যারিয়ারে প্রতি বছরে অন্তত একটি টুর্নামেন্ট থেকে সরে যেতে বাধ্য হয়েছেন চোটের কারণে। হাঁটু এবং পায়ের চোটের পাশাপাশি হ্যামস্ট্রিংয়ে টান পড়েছিল তাঁর। এছাড়া কব্জিতে আঘাত পান এবং পেটের পেশিতে স্ট্রেনসহ অন্যান্য সমস্যায় ভুগেছেন।
এমনকি ২০১১ সালে রেস্তোরাঁয় গিয়ে দুর্ঘটনায় পড়েন। অ্যাপেনডিসাইটিসের কারণে ২০১৪ মৌসুম পুরো মিস করেন।