প্রিয় বন্ধুর অবসরে মন ভালো নেই নাদালের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/09/16/nadal.jpg)
অবসরের ঘোষণা দিয়েছেন রজার ফেদেরার। বন্ধু এবং কোর্টের প্রতিপক্ষ ফেদেরারের অবসর ঘোষণায় মন ভালো নেই রাফায়েল নাদালের। খেলার মাঠে দুজন প্রতিদ্বন্দ্বী হলেও তাদের মধ্যে বন্ধুত্বের বেশ ভালো। একে অপরের প্রতি রয়েছে অগাধ সম্মান।
প্রিয় বন্ধুর অবসরে টুইটারে নাদাল লিখেছেন, ‘প্রিয় রজার, আমার বন্ধু এবং প্রতিপক্ষ। আমি চেয়েছিলাম এই দিন না যেন কখনও না আসে। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে অত্যন্ত দুঃখের দিন এবং সারা বিশ্বের ক্রীড়াজগতের কাছেও। তোমার সঙ্গে এতগুলো বছর এক সঙ্গে খেলতে পারাটা আমার কাছে বিশেষ, সম্মানের, আনন্দের। কোর্টের মধ্যে এবং বাইরে বহু স্মরণীয় সময় কাটিয়েছি।’
হাঁটুর সমস্যার কারণে ক্যারিয়ার শেষ করতে বাধ্য হয়েছেন ফেদেরার। ৪১ বছর বয়সী এই তারকা ২০২১ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হারের পর থেকে মাঠের বাইরে ছিলেন। পরে তাঁর হাঁটুর অস্ত্রোপচার করা হয়। সে ধারাবাহিকতায় বাধ্য হয়ে ফেদেরার অবসরের ঘোষণা দিয়েছেন।