ইসিবিতে রদবদল: জেমস টেলরের পদত্যাগ
ইংল্যান্ড ক্রিকেট দলের হেড স্কাউটের পদ থেকে পদত্যাগ করছেন জেমস টেলর। তিনি ইংল্যান্ড দলের সাবেক ক্রিকেটার। ২০২১ সালের এই দায়িত্ব নিয়েছিলেন। এর আগে টেলর জাতীয় দলের নির্বাচক ছিলেন। আজ বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কী বলেন, ‘জেমস টেলর গত চার বছরে একজন খেলোয়াড় এবং একজন চমৎকার প্রশাসক হিসেবে ইংলিশ ক্রিকেটে দারুণ কাজ করেছেন। তার খেলার প্রতি গভীর ভালোবাসা রয়েছে। তিনি একজন আধুনিক ক্রিকেটার ছিলেন। ইসিবিতে কঠোর পরিশ্রম করার জন্য ধন্যবাদ জানাতে চাই, তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা।’
এ ব্যাপারে টেলর বলেন, ‘গত বছর হেড স্কাউট হিসাবে নিয়োগ পাওয়া সম্মানের বিষয় ছিল। আমি ইসিবিতে সবাইকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি সবসময় তা মনে রাখব।’