আপনিও পেতে পারেন সিগনেচারসহ জামাল ভূঁইয়ার জুতা
নভেম্বরের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। যার প্রথমটি মাঠে গড়াবে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে। ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামার আগে মূলত এই ম্যাচ দিয়ে প্রস্তুতি সারতে চায় বাংলাদেশ। মাঠে নামার আগে পুরস্কারের ঘোষণা দিলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
আজ বুধবার (১২ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অটোগ্রাফসহ নিজের রানিং সু (দৌড়ানোর জুতা) একজনকে পুরস্কার হিসেবে দেবেন জামাল। তবে সেজন্য অবশ্য একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
নেপাল ম্যাচ উপলক্ষ্যে একটি গিভওয়ে ঘোষণা করেছেন জামাল। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন- জামাল ভূঁইয়ার সিগনেচারকরা রানিং সু জিতুন।
পরের লাইনেই বলা হয়েছে, কীভাবে জিতবেন? গিভওয়ে জেতার জন্য বলা হয়েছে- জামাল ভূঁইয়ার করা সেই স্ট্যাটাসটি শেয়ার দিতে হবে। আর কমেন্টস বক্সে বাংলাদেশ-নেপাল ম্যাচের সঠিক স্কোরলাইন কমেন্টস করতে হবে।
গিভওয়ে জয়ীকে আগামী ১৪ নভেম্বর ম্যাচের পরের দিন সিগনেচার করা নিজের রানিং সু দেবেন জামাল।
বাংলাদেশের ফুটবল বর্তমান অবস্থায় আসার পেছনে জামাল ভূঁইয়ার অবদান ছিল অনেক বেশি। তিনিই প্রথম ফুটবলার যিনি প্রবাস থেকে এসে বাংলাদেশ জাতীয় দলের হয়ে নাম লেখান। ডেনমার্কের উজ্জ্বল ক্যারিয়ারের মায়া ছেড়ে ভালোবাসায় জড়ান লাল-সবুজের পতাকার। ঝুঁকি নেন ক্যারিয়ারের।
এরপর তার ধারাতেই এখন জাতীয় দলে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী, কানাডা প্রবাসী শমিত সোম কিংবা ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামরা। এর আগেও অবশ্য বেশ কয়েকজন ফুটবলার এসেছিলেন লাল-সবুজের জার্সি গায়ে জড়াতে।
প্রসঙ্গত, আগামীকাল নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অবশ্য বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্রয়ে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচটিও তাই এখন নিয়ম রক্ষার। তবে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করছে।

স্পোর্টস ডেস্ক