লর্ডসে ইফতারের আয়োজন, উচ্ছ্বসিত মরগানরা
রমজান মাসে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসে ইফতারের আয়োজন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবারই প্রথম এই দারুণ আয়োজন করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। নিজেদের ‘হোম অফ ক্রিকেট’ খ্যাত গ্রাউন্ডে আয়োজিত ইফতারে অংশ নিয়ে বেশ উচ্ছ্বসিত ইংল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়ক ইয়ন মরগান।
ব্রিটিশ–পাকিস্তানি বংশোদ্ভূত কমেডিয়ান, অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ এই ইফতার অনুষ্ঠানে উপস্থাপনা করেন। টুইটারে নিজের একটি ছবি পোস্ট করে নওয়াজ লিখেছেন, ‘লর্ডসের লং রুমে ইসিবির প্রথম ইফতার অনুষ্ঠানে এই লোকটা উপস্থাপনা করছে। কী দারুণ সম্মান!’
ইসিবির আয়োজনের প্রশংসা করে মরগান লিখেছেন, ‘সত্যিই সন্ধ্যাটা ছিল বেশ উপভোগ্য, প্রথমবারের মতো ইফতার আয়োজন করা হল এখানে। রামাদান কারিম।’