উৎসাহ পেলে নারীরা আরও এগিয়ে যাবে : মোহামেডানের পরিচালক নাহরিন
খুজিস্তা নূর-ই-নাহরিন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন। ক্লাবটির নতুন পরিচালনা পর্ষদে ১৬ জন পরিচালকের মধ্যে একমাত্র নারী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের এই বিশেষ দিনে মোহামেডানের পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন জানালেন নিজের নতুন সাফল্য নিয়ে আনন্দের কথা। একই সঙ্গে মেয়েদের এগিয়ে যাওয়ার পথ আরও মসৃণ করতে সবাইকে উৎসাহ দেওয়ার আহ্বান জানালেন নাহরিন।
একজন নারী হিসেবে দারুণ সফল নাহরিন। নারী উদ্যোক্তা হিসেবেও সুনাম কুড়িয়েছেন বেশ। তিনি দেশের অন্যতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রথম নির্বাচিত নারী পরিচালক ও মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার এলেন মোহামেডানের পরিচালক হিসেবে।
গত শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মোহামেডানের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। নারী দিবসের শুরুতে এনটিভি অনলাইনকে নিজের নতুন দায়িত্ব পাওয়ার আনন্দের কথা শোনালেন এই পরিচালক।
খুজিস্তা নূর-ই-নাহরিন বলেন, ‘নির্বাচনে জয়ী হওয়া সব সময়ই আনন্দের। মানুষ পছন্দ করছে বলেই নির্বাচিত হয়েছি—এটা খুব ভালো লাগার। এখানে পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে জিতেছি বলে বেশি ভালো লাগা কাজ করবে ব্যাপারটা তা নয়। আসলে আমি কখনও নিজেকে শুধু একজন নারী মনে করিনি, বরং আমার কাছে আমার বড় পরিচয় আমি একজন মানুষ। তো এ কারণে ভালো লাগছে।’
এরপর আমাদের সমাজের নারীদের প্রসঙ্গ টানলেন মোহামেডানের এই নতুন পরিচালক, ‘আমাদের সমাজের নারীরা মনে করেন আমি নারী, আমি এটা পারব না। কিন্তু, আমি মনে করি—আমি একজন মানুষ। একজন পুরুষ পারলে আমি কেন পারব না? আমার আগের কর্মক্ষেত্রেও আমি পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে ছিলাম, পরিচালক হয়েছি। আমি পড়াশোনার জগতেও সবসময় আমি প্রতিযোগিতা করেছি। তাই, আমি নারী হিসেবে নিজেকে ছোট ভাবি না। সব নারীদেরও তাই মনে করা উচিত। আমাদের সমাজের কিছু পুরুষ হয়তো নারীদের ছোট ভাবে। সেই সংখ্যাটাও এখন অনেক কম। হয়তো পরবর্তী প্রজন্মে সেটা থাকবেও না। এই নারীকে পিছিয়ে ফেলে দেশকে নিয়ে এগোনো যায় না। আর এই সময়ে নারীকে আমাদের সমাজের মানুষ সম্মান করা শিখেছে। নারীদেরও উচিত নিজের মেধাকে কাজে লাগানো। ’
নারীদের উন্নয়নের জন্য সবাইকে উৎসাহ দেওয়ার আহ্বান জানালেন খুজিস্তা নূর-ই-নাহরিন, ‘আমাদের ক্রীড়াঙ্গনের মেয়েরা অনেক সাফল্য এনে দেয়। কিন্তু সেভাবে তাদের উৎসাহ দেওয়া হয় না। তাদের উৎসাহ দেওয়ার জায়গায় আমাদের আরেকটু যত্নবান হতে হবে। আর খেলা যে শুধু শরীরের জন্য ভালো, তা কিন্তু নয়, খেলা মন ভালো রাখার উপাদান। যারা খেলাধুলা করে, তারা জীবনের প্রতিটি জায়গায় সাফল্য পায়। আমি নিজের কথা যদি বলি, আমার পরিবার থেকে ছোট থেকে খেলার জন্য তাগিদ দিত। যেটা আমাকে এই অবস্থায় আসতে সাহায্য করেছে, আত্মবিশ্বাস বাড়িয়েছে। অনেকে মনে করে মেয়েরা লাজুক, সব কাজ পারবে না। সেটা কিন্তু নয়। দেখুন, মেয়েরা কারখানায় কাজ করছে, ইট ভাঙছে, গাড়ি চালাচ্ছে আবার রাষ্ট্রের বড় বড় জায়গাও কাজ করছে। মেয়েরা কঠিন কঠিন কাজ করছে। বিভিন্ন সাফল্য এনে দিচ্ছে। মেয়েরা সব কাজ করতে পারে। সুতরাং মেয়েরা যে পারদর্শী, সেটা তারা এরই মধ্যে দেখিয়ে দিয়েছে। কিন্তু তাদের নিয়ে সেভাবে আলোচনা হয় না, উৎসাহ দেওয়া হয় না। আমি বলব, মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য আরও উৎসাহ দেওয়া উচিত। উৎসাহ পেলেই নারীরা আরও এগিয়ে যাবে।’