এমন হারের কোনো অজুহাত নেই : মুমিনুল
ঢাকা টেস্টের দুদিনই ভেসে গেছে বৃষ্টিতে। এই ম্যাচ ড্র হবে বলেই ধারণা করা হয়েছিল। কিন্তু এমন নিষ্প্রাণ ম্যাচে প্রাণ ফিরিয়েছে পাকিস্তান। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় মাত্র আড়াই দিন হওয়া টেস্টেও ফল বের করে নিয়েছে বাবর আজমের দল। ইনিংস ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশকে।
পুরো ম্যাচে ব্যাটিং নিয়ে শুধু হতাশাই দেখেছে বাংলাদেশ। মেঘলা আবহাওয়ায় কন্ডিশনের সুবিধা, নিশ্চিত ড্রয়ের সম্ভাবনা কোনোটাই কাজে লাগাতে পারেননি মুমিনুলরা। তাই পাকিস্তানের কাছে এমন হারের কোনো অজুহাত দিচ্ছেন না মুমিনুল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় সবই হতাশার। বিশেষ করে ১-৪ পর্যন্ত ব্যাটাররা যখন ব্যর্থ হয়। এক কথায় বলব খুবই বাজে দিন ছিল গতকাল। এক সেশনে ৭ উইকেট হারিয়েছি। এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা খুব বাজে ব্যাট করেছি। এরকম অবস্থা থেকে ফিরে আসা কঠিন। কিন্তু দ্বিতীয় ইনিংসে মুশফিক, সাকিব ভাই ও লিটন ও মিরাজ চেষ্টা করেছেন।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমার তাড়াহুড়ো করে রান নেওয়া উচিত হয়নি। কিন্তু সবাই মারতে গিয়ে আউট হয়নি। তখন উইকেটে বল ঘুরছিল অনেক। আসলে এসব উইকেটে বেশি রক্ষণাত্মক খেললে কঠিন হয়ে যায়।’
দলের এত ব্যর্থতা অধিনায়ক হিসেবে কঠিন হয়ে যায় কি না জানতে চাইলে মুমিনুল বলেন, ‘না, কঠিন না— তবে চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জটা নিতে পেরেছি বলে এই সিটে বসে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আমি এখনো আশা রাখি এটা চ্যালেঞ্জিং, সামনে চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমি এটাকে ইতিবাচক হিসেবে নিচ্ছি।’