ওয়ার্নারের কাছে বিশ্বসেরা টুর্নামেন্ট আইপিএল
বিশ্ব ক্রিকেটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা আকাশচুম্বী। দেশ-বিদেশের ক্রিকেটারদের উপস্থিতি আর অর্থের ঝনঝনানিতে ফ্র্যাঞ্চাইজি লিগে আইপিএলের ধারেকাছেও নেই অন্য টুর্নামেন্টগুলো। অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের চোখেও আইপিএল বিশ্বসেরা টুর্নামেন্ট।
একই সঙ্গে ভারতের এই প্রতি ঋণী এই অসি ওপেনার। তিনি জানিয়েছেন, এই আইপিএল খেলেই নিজের অনেক উন্নতি করেছেন এই বিস্ফোরক ওপেনার।
সম্প্রতি সাবেক অসি তারকা ব্রেট লির সঙ্গে এক আলাপচারিতায় আইপিএল নিয়ে এসব কথা বলেন ওয়ার্নার।
অসি তারকা বলেন, 'আইপিএল আমায় অনেক কিছু দিয়েছে। আমি মনে করি, এর জন্য আমি ভারতের কাছে অনেক ঋণী। আমি ক্রিকেট নিয়ে তাদের কিছু অনুষ্ঠানে যোগ দিতে চাই। আমি যখন ভারতে যাই, তখন আমি এটাকে বিশ্বের সেরা টুর্নামেন্ট হিসেবে দেখি। টেস্ট হোক বা ওয়ানডে আমি যখন অস্ট্রেলিয়ার জন্য সেখানে খেলতে যাই, তখন আমি আইপিএলের অনুশীলন এবং জ্ঞান কাজে লাগাতে পারি। দেশের হয়ে খেলতে গেলে এসব কাজে লাগে।'
ভারতীয়দের আতিথেয়তা নিয়ে ওয়ার্নার বলেন, ‘আমার জন্য এক নম্বর কথা হলো সেখানে (ভারতে) সবাই খুব ভদ্র। তারা আমার পরিবারকে স্বাগত জানিয়েছে এবং অবশ্যই, আমাকেও গত এক দশক ধরে খোলা হাতে স্বাগত জানিয়েছে। আমার সেখানে যেতে ও মানুষদের সঙ্গে মিশতে ভালো লাগে। তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে।’