চমক দেখাতে প্রস্তত ভিয়ারিয়াল, সতর্ক লিভারপুল
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার প্রথম লেগের লড়াই শেষ। এবার আরেক সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে ভিয়ারিয়াল ও লিভারপুল। শক্তির বিবেচনায় লিভাপুল থেকে ভিয়ারিয়াল কিছুটা পিছিয়ে থাকলেও তাদের মোটেই সহজভাবে নিচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
অবশ্য ভিয়ারিয়ালকে নিয়ে সতর্ক রাখার কারণও আছে লিভারপুলের। কেননা এই ভিয়ারিয়ালের কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখ। তাই সবমিলে শঙ্কা তো থাকছেই।
মূল লড়াই নামার আগে তাই প্রতিপক্ষকে নিয়ে ভালোভাবেই বিশ্লেষণ করছে লিভারপুল। যেমনটা জানালেন দলের কোচ ইয়ুর্গেন ক্লপ। তাঁর কথায়, ‘আমরা তাদের নিয়ে সঠিক বিশ্লেষণ করেছি। উনাই এমেরির(ভিয়ারিয়ালের কোচ) প্রতি আগে থেকেই আমার অনেক শ্রদ্ধা এবং ভিয়ারিয়ালের প্রতিও শ্রদ্ধা। কারণ বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসের বিপক্ষে ম্যাচগুলো দেখেছি, কিন্তু এক চোখে। পরে আমি ভালো করে দেখেছি। বাহ! অসাধারণ। উনাই এমন কোচ যে একটি ম্যাচে সব ধরনের ভিন্ন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকে।’
অন্যদিকে জুভেন্টাস ও বায়ার্নের মতো লিভারপুলের বিপক্ষেও চমক দেখাতে চায় ভিয়ারিয়াল। তাদের কোচ উনাই এমরি বলছেন, ‘আমরা যা করেছি তাতে করে আশ্চর্য হওয়ার ব্যাপারটি কমতে শুরু করার কথা। সেমিফাইনালে যারাই আসে, তারা যোগ্য হয়েই আসে। লিভারপুল জানে এই লড়াই কঠিন হতে যাচ্ছে এবং তারা প্রস্তুত থাকবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা ফেভারিট হয়েই নামবে। কিন্তু আমাদেরও আছে অনেক অনুপ্রেরণা আছে।’
অ্যানফিল্ডে আজ দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি হবে লিভারপুল ও ভিয়ারিয়াল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।