চোট নিয়ে হাসপাতালে তাসকিন

পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন তাসকিন আহমেদ। ম্যাচের ষষ্ঠ ওভারে ডান হাতের উপরের অংশে বল লাগে তাসকিনের। ম্যাচটি শেষে হাসপাতালে নেওয়া হয়েছে এই পেসারকে।
আঙুলে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তাসকিন। কিছুক্ষণ পর আবার মাঠে ফেরেন। কিন্তু তখনো ব্যথা ছিল। ব্যথা নিয়েই মাঠে ছিলেন। তবে শেষ পর্যন্ত হাসপাতালে নিতে হলো তাঁকে।
জানা গেছে, তাসকিনের বুড়ো আঙুল ফেটে গেছে। যে কারণে সন্ধ্যা পৌনে ৭টার দিকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাসকিনকে নেওয়া হয়।
চোট নিয়ে তাসকিনের মাঠে থাকা ছুঁয়ে গেছে মাহমুদউল্লাহকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, ‘তাসকিন যেভাবে হাতে চোট পাওয়ার পরও মাঠে ফিরেছে, এটা প্রশংসনীয়। ও দারুণ দৃঢ়তা দেখিয়েছে আজ।‘
ম্যাচটিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন নাঈম। কিন্তু এই রান করতেই ইনিংসের প্রায় অর্ধেক বল (৫০) খেলেছেন তিনি। ১২৫ রান তাড়া করতে শেষ দিকে সমীকরণ কিছুটা কঠিন হলেও সমীকরণ মিলিয়েছে পাকিস্তান।