চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যারা
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের লড়াই শেষ। গতকাল বুধবার রাতে লিভারপুল-বেনফিকা ও অ্যাথলেটিকো মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির লড়াই দিয়ে শেষ হয়েছে এই পর্বের লড়াই। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনাল শেষে এবার সেমিফাইনালের রোমাঞ্চের অপেক্ষা।
এই পর্বে ফাইনালে ওঠার জন্য লড়াই করবে চার দল। দলগুলো হলো—রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও ভিয়ারিয়াল।
গত মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে গেলবারের চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে সেমির টিকেট পেয়েছে রিয়াল মাদ্রিদ। জার্মানের শক্তিশালী ক্লাব বায়ার্ন মিউনিখকে হারিয়ে শেষ চারের টিকেট পেয়েছে ভিয়ারিয়াল।
আর গতকাল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করেও প্রথম লেগের সুবিধা নিয়ে শেষ চারে উঠেছে ম্যানচেস্টার সিটি। দিনের আরেক ম্যাচে অ্যানফিল্ডে বেনফিকার স্বপ্নযাত্রা থামিয়ে সেমিফাইনালের লড়াইয়ে উঠেছে লিভারপুল।
এবার এই চারদল নিয়ে মাঠে গড়াবে সেমিফাইনালের লড়াই। যেখানে দুটি ইংলিশ ক্লাব লড়বে স্প্যানিশ দুটি ক্লাবের বিপক্ষে।
এক সেমিফাইনালে চ্যাম্পিয়নস লিগের সফল দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির। দুদলের প্রথম লেগ হবে আগামী ২৭ এপ্রিল আর দ্বিতীয় লেগ হবে ৫ মে।
আরেক সেমিফাইনালে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। দুদলের মধ্যকার প্রথম লেগ হবে আগামী ২৮ এপ্রিল আর ফিরতি লেগ হবে ৪ মে।