চ্যাম্পিয়ন হতে সৌম্যদের চাই ১৬৪ রান
শীতে সকালে রোদের দেখা নেই। সিলেটে সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগালো ওয়ালটন সেন্ট্রাল জোন। শুরুতে বড় রানের আভাস দেওয়া বিসিবি সাউথ জোনকে বেশি দূর যেতে দিলেন না সৌম্য সরকাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্পতেই বিসিবি সাউথ জোনকে থামিয়ে দিল সেন্ট্রাল জোন। ফলে ইনডিপেনডেন্স কাপের চ্যাম্পিয়ন হতে মাত্র ১৬৪ রান চাই সৌম্যদের।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বিসিবি সাউথ জোনকে ব্যাটিংয়ে পাঠায় ওয়ালটন সেন্ট্রাল জোন। অপু-সৌম্যদের দারুণ বোলিংয়ে ৪৮.৫ ওভারে ১৬৩ রানে অলআউট হয় সাউথ জোন।
যদিও ব্যাট হাতে পিনাক-বিজয় শুরুটা দারুণ করেছিলেন। দুজনের পঞ্চাশ রানের জুটি পার হতেই তাদের থামিয়ে স্বস্তি এনে দেন নাজমুল ইসলাম অপু। ২০ রানে বিজয় ফিরলে ৫১ রানে ভাঙে জুটি। এরপর সৌম্যর বলে ওপেনার পিনাক ঘোষও ফেরেন একটু পরেই। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। ওপেনিং জুটি ভাঙার পর শুধু হতাশাই দেখে সাউথ জোন।
দুই ওপেনার ফেরার পর নতুন ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে আউট করেন অপু। কিছুটা হাল ধরেন অমিত হাসান-জাকির হাসান। কিন্তু সেটাও বেশিদূর যায়নি। ১৪ রানে সৈকতের বলে জাকির বোল্ড হলে এই জুটিও ভেঙে যায় ৩৪ রানে। অমিতও বেশি দূর যেতে পারেননি। ২৯ রান করা অমিতও ফেরেন সৈকতের বলে।
কিছুটা লড়াই চালিয়ে যান নাহিদুল ইসলাম। তিনি এক প্রান্ত আগলে রাখলেও সঙ্গী হিসেবে কাউকে পাননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি সাউথ জোন। শেষ পর্যন্ত ১৬৩ রানে থেমে যায় সাউথ জোন। টিকে থাকা নাহিদুল শেষ পর্যন্ত করেন ৩১ রান। শেষ চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন সৈকত, অপু, সৌম্য, হাসান মুরাদ ও মৃত্যুঞ্জয়।