প্রথমবার ডাবল সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন মিঠুন
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন মোহাম্মদ মিঠুন। বিসিএলের ফাইনালে ডাবল সেঞ্চুরির উচ্ছ্বাসে ভাসলেন এই ডানহাতি ব্যাটার। আজ মঙ্গলবার বিসিবি সাউথ জোনের বিপক্ষে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন মিঠুন। ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে খেলা মিঠুনের প্রথম শ্রেণির ক্রিকেট ও পুরো ক্যারিয়ারে এটাই প্রথম ডাবল সেঞ্চুরি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের ইনিংসের ১০০তম ওভারের তৃতীয় বলে মিড অনের দিকে বল পাঠিয়ে এক রান নিয়ে ২০০ রানের মাইলফলক স্পর্শ করেন মিঠুন। প্রথমবার ডাবল হাঁকাতে মিঠুন খেলেছেন ২৮৭ রান। ইনিংসটি সাজানো ছিল ২৭টি চার ও ৩টি ছক্কা দিয়ে।
অবশ্য সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি মিঠুন। ২০৬ রানে তাঁর ইনিংস। ৩০৬ বল খেলে রিসাদ হোসেনের বলে সাজঘরে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার।
মিঠুনের পাশাপাশি বিসিএলের ফাইনালে দারুণ করছেন দলটির অধিনায়ক শুভাগত হোম। সেন্ট্রাল জোনের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন শুভাগত। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটি তাঁর ১৫তম সেঞ্চুরি। ২১৯ বল খেলে ১১৬ রানে থেমেছেন শুভাগত।
এ দুজনের পঞ্চম উইকেট জুটিতে এসেছে ২৮৩ রান। মাত্র ১৬ রানে ৪ উইকেট হারানো দলকে মিঠুন-শুভাগত মিলে নিয়ে গেছেন বড় ইনিংসের পথে।
ম্যাচটিতে এর আগে প্রথম ইনিংসে ৩৮৭ রান তুলেছে বিসিবি সাউথ জোন। তাদের ইনিংসে সেঞ্চুরি করেছেন জাকির হাসান। তিনি খেলেছেন ১০৭ রানের ইনিংস। এ ছাড়া এনামুল হক বিজয় করেছেন ৭৬ রান।