বিসিএলের ফাইনালে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল
বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরে চারদিনের ফরম্যাটে ফাইনালে উঠেছে ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল। আসন্ন বছরের ২ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ফরহাদ রেজার দক্ষিণাঞ্চল এবং শুভাগত হোমের মধ্যাঞ্চল।
আজ বুধবার শেষ ম্যাচ জিতেও ফাইনালে খেলা হলো না উত্তরাঞ্চলের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্র করে শিরোপার লড়াইয়ে উঠে গেল ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল।
মূলত মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচের ফলের উপরই নির্ভর করছিল কারা খেলবে টুর্নামেন্টের ফাইনাল। অবশেষে ড্র করে দুদলই টিকে থাকল টুর্নামেন্টে। ম্যাচটিতে রান উৎসবে মেতেছিলেন দুই দলের ব্যাটাররা। দুই দলের ৫ ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন।
প্রথম ইনিংসে আগে ব্যাট করে অধিনায়ক শুভাগত হোম চৌধুরীর ১৫২ ও সৌম্য সরকারের ১৫০ রানে ভর করে ৪৮১ রান করে মধ্যাঞ্চল। এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৌহিদ হৃদয়ের ১২২, অমিত হাসানের ১১৭ ও জাকির হাসানের ১০৯ রানে ভর করে ৪৯৪ রান করে দক্ষিণাঞ্চল।
১৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস নেমে ৪ উইকেট হারিয়ে ৯৯ রান করে ওয়ালটন সেন্ট্রাল। এরপর ফল না হওয়ার সম্ভাবনা দেখে দিনের শেষ ঘণ্টায় ড্র মেনে নেয় দুই দল।
তিন রাউন্ড শেষে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে দক্ষিণাঞ্চল। অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে আরেক ফাইনালিস্ট হয় মধ্যাঞ্চল। ১০ পয়েন্ট নিয়ে বিসিবি উত্তরাঞ্চল তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। আর ৮ পয়েন্ট নিয়ে ইসলামী ব্যাংক ইস্ট জোন চতুর্থ স্থানে।