টস জিতে বোলিংয়ে মুশফিকের খুলনা
বঙ্গবন্ধু বিপিএলের ১৫তম ম্যাচে আজ শনিবার সিলেট থান্ডারের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। ম্যাচটিতে টস জিতেছে খুলনা। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দলটির অধিনায়ক মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
চলতি বিপিএলে দারুণ ছন্দে আছে মুশফিকের খুলনা টাইগার্স। আসরে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে দলটি। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে তাদের অবস্থান। অন্যদিকে টুর্নামেন্টে চার ম্যাচ খেলা সিলেট এখনো জয়হীন। পয়েন্ট টেবিলে তাদের অবস্থানে টেবিলের তলানিতে।
খুলনা টাইগার্স : নাজমুল হোসেন শান্ত, রহমানউল্লাহ গুরবাজ, রাইলি রুশো, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিঙ্ক, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম ও রবিউল হক।
সিলেট থান্ডার : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, ক্রিসমার স্যান্টোকি, নাবিন উল হক ও জীবন মেন্ডিস।

স্পোর্টস ডেস্ক