টানা চার হারের পর প্রথম জয় রংপুরের
প্রথমে ব্যাট করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স গড়ে ১৬৩ রান। লক্ষ্যটা খুব একটা বড় না হলেও রংপুরে শুরুতে খুব একটা ভালো করতে পারেনি। তবে শেষ দিকে লুইস গ্রেগরি ও ফজলে মাহমুদের দুটি ঝড়ো ইনিংসে ভর করে ছয় উইকেটের দারুণ জয় তুলে নেয় রংপুর।
গ্রেগরি ৩৭ বলে ৭৬ এবং মাহমুদ ২১ বলে ৩৮ রানের দুটি ঝলমলে ইনিংস খেলে দলকে আসরে প্রথম জয় এনে দেন। টানা চার হারের পর প্রথম জয়ের দেখা পেল তারা।
এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নামে রংপুর। তাদের শুরুটাও হয়েছে ভালো, প্রথম ওভারে লেন্ডন সিমন্সকে বোল্ড করেন মুস্তাফিজুরে রহমান। ইমরুল কায়েসও (১০) যেতে পারেননি খুব বেশিদূর।
তবে ওপেনার আভিশকা ফার্নান্দো দারুণ একটি ইনিংস খেলে দলকে একটা ভালো সংগ্রহ গড়ে দেন। নাসির হোসেন ১৩ বলে ৯ রান এবং সোহান ১৮ বলে ২০ রান করে দ্রুত ফিরলেও ফার্নান্দো ৪০ বলে চার ছক্কা ও আট চারে করেন ৭২ রান।
আগের ম্যাচে দারুণ খেলা ওয়ালটনকে পারেননি ভালো কিছু করতে (১৬)। ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন লিয়াম প্লাঙ্কেট।
২৭ রানে দুই উইকেট নেন গ্রেগোরি। মুস্তাফিজ পান ২৩ রানে দুই উইকেট।
আর দিনের প্রথম ম্যাচে খুলনাকে ৮০ রানে হারিয়েছে সিলেট। প্রথমে ব্যাট করে সিলেট ২৩২ রান করে। জবাবে খুলনার ইনিংস গুটিয়ে যায় ১৫২ রানে। রাইলি রুশো (৫২) ও রবি ফ্রাইলিঙ্ক (৪৪) চেষ্টা করেও পারেননি দলের হার এড়াতে।
টানা চার হারের পর জয় পেল সিলেট। আর টানা তিন জয়ের পর টুর্নামেন্টে প্রথম হারের তেতো স্বাদ পেল মুশফিকুর রহিমের দল।

স্পোর্টস ডেস্ক