ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহা, ভেস্তে যেতে পারে বাংলাদেশ-ভারত ম্যাচ
বায়ু দূষণের কারণে দিল্লিতে ম্যাচ আয়োজন নিয়ে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। শেষ পর্যন্ত বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজন হয়েছে। সে ম্যাচে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। গতকালের ম্যাচটিতে মাহমুদউল্লাহরা সাত উইকেটে জিতেছে।
আগামী বৃহস্পিতবার গুজরাটের রাজকোটের বসছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। দক্ষিণ গুজরাটের আবহাওযার পূর্বাভাস বলছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে নাও গড়াতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গুজরাটে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মহা। দেশটির তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, শক্তিশালী এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে।
গুজটারের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, ‘এই মুহূর্তে ঘূর্ণিঝড় মহা দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থিত। ঘূর্ণিঝড় মহা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।’
গুজরাটের পাশাপাশি মহারাষ্ট্রেও মহার প্রভাব থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস, দুই রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বৃষ্টি হাতে পারে। বুধবার ও বৃহস্পতিবার গুজরাটে ভারি বৃষ্টি হতে পারে। তাই বৃহস্পতিবারের মাচটি নিয়ে শঙ্ক দেখা দিয়েছে।
এদিকে প্রথম ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের দারুণ দৃঢ়তায় টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে এই সংস্করণে গত আটবারের দেখায় ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপ ঘুচল। এই জয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে বাংলাদেশ দল।

স্পোর্টস ডেস্ক