না ফেরার দেশে ব্রাদার্সের সেলিম
আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষের এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এদিনই বাংলাদেশের ফুটবলে এক দুঃসংবাদ এসেছে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শহিদ উদ্দিন আহমেদ সেলিম আর নেই। আজ ভোর ৪টা ৪৫ মিনিটে মারা যান তিনি।
ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান সাবেক ফুটবলার সেলিম। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন সেলিম। দীর্ঘ সময় ক্লাবটির অধিনায়ক ছিলেন। তাঁর নেতৃত্বে অনেক সাফল্য পায় ব্রাদার্স।
১৯৮১ সালে এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সেলিম। আর ১৯৯১ সালে কলম্বো সাফ গেমসে জাতীয় দলের কোচ ছিলেন।
জাতীয় দলের চেয়ে সবাই তাঁকে ‘ব্রাদার্সের সেলিম’ হিসেবে বেশি চেনেন। স্বাধীনতার পর গোপীবাগে নিজের বাসায় প্রায় পাঁচ বছর ব্রাদার্সকে ক্যাম্প করার সুযোগ করে দিয়েছিলেন তিনি। ব্রাদার্সকে নতুন রূপে গড়ে তুলতে তিনি জড়ো করেছিলেন মহসীন, হাসানুজ্জামান বাবলুদের মতো প্রতিভাদের। তাঁর উদ্যোগেই ঢাকার মাঠের পরাশক্তি হিসেবে পরিচিতি পেয়েছিল ব্রাদার্স।
১৯৭৫ সালে মারদেকা কাপে এবং পরের বছর থাইল্যান্ডে কিংস কাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলেন সেলিম। ১৯৭৭ সালে এশিয়া যুব ফুটবলে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন।