৭-০ ব্যবধানের লজ্জা ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
মেলবোর্নে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লজ্জায় ডোবে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম লেগে দাঁড়াতেই পারেননি জামালরা। একে একে হজম করেন সাত গোল। আবারও সেই একই প্রতিপক্ষ। এবার ভেন্যু নিজেদের ঘরের মাঠ। এই মাঠে ৭-০ ব্যবধানের হারের লজ্জা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ ফুটবল দল।
আগামীকাল বৃহস্পতিবার (৬ জুন) ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের ফিরতি লেগে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে কাল বিকাল পৌনে ৫টায়। তবে, মূল লড়াই শুরুর আগে অতীত দুঃখ ভোলার তাড়না দেখালেন অধিনায়ক জামাল ভূঁইয়া। জানালেন, নিজ দেশের ভক্তদের সামনে নিজেদের মেলে ধরতে চান তারা।
বাংলাদেশি তারকা বলেছেন, ‘মেলবোর্নে আবহাওয়া প্রতিকূল ছিল। অনেক ঠাণ্ডা ছিল, সবাইকে হাতে গ্লাভস পরে খেলতে হয়েছিল। এছাড়া ৭-০ গোলে হারটি ছিল একটা ভুলের মতো। এবার নিজেদের মাঠে খেলা। সমর্থক থাকবে, পরিবারের সদস্যরা থাকবে। এখানে আমরা নিজেদের মেলে ধরতে চাই। মেলবোর্নে যা হয়েছে, সেটা আমরা ভুলে যেতে চাই। কালকে একটা ভালো সুযোগ আছে আমাদের। সবাই পারফর্ম করে দেখাতে চাই।'
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও শোনালেন একই কথা। উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে কোচ বলেছেন, 'যদি মেলবোর্নের ম্যাচের সাথে তুলনা করি, অবশ্যই সেখানে আমরা যে পারফরম্যান্স করেছিলাম, তার চেয়ে উন্নতি করার দায় আমাদের আছে এবং ওই ম্যাচেও আমাদের ভালো কিছু মুহূর্ত ছিল। সেখানে আমরা ভিন্ন ভিন্ন কারণে ভুগেছিলাম, যার একটি দ্রুত গোল খাওয়া, যেটা আমরা আগামীকাল এড়াতে চাই। বিশ্বাস করি, আগামীকালের ম্যাচে আমরা টিকে থাকতে পারব এবং মেলবোর্নে যে পারফরম্যান্স করেছি, নিশ্চিতভাবে তার চেয়ে উন্নতির চেষ্টা করব।'