নেইমার-এমবাপ্পের দ্বন্দ্ব অব্যাহত : পেনাল্টি নিয়ে তা আলোচনায়
মোঁপেলিয়ের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইনের ৫-২ গোলে জয়ের ম্যাচে হাফ টাইমের আগে দুই তারকার দ্বন্দ্ব প্রকাশ পায়। তখন পিএসজি ১-০ গোলে এগিয়ে ছিল, তারা একটি পেনাল্টি পায়।
মার্কার খবরে জানা গেছে, কিলিয়ান এমবাপ্পে ২৩ মিনিটে একটি পেনাল্টি মিস করেছিলেন, তাই নেইমার বল নিয়েছিলেন পেনাল্টি শট মারতে।
এমবাপ্পে ভিতিনহার কাছ থেকে বল নিতে চেয়েছিলেন, যিনি তাঁকে দেননি কারণ লিওনেল মেসি তাঁর ওপর আস্থা পাচ্ছিলেন না।
পেনাল্টি স্পটে বল নিয়ে নেইমার দাঁড়িয়ে, এমবাপ্পে তাঁর কাছে গিয়ে শট নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু নেইমার তাঁর কথায় সাড়া দেননি।
নেইমার স্পট-কিক থেকে গোল করার পর জিভ বের করে উদযাপন করেন। এতে অবশ্য কিছুটা বোঝা যায় পিএসজিতে সমস্যা আছে।
২০১৭ সালে নেইমার ও কাভানি পেনাল্টির জন্য লড়াই করেছিলেন। অবশ্য তাঁর সমাধান হয়েছিল। কিন্তু ড্রেসিংরুমে দুজনের মধ্যে সম্পর্কের একটি খারাপ চিত্র দেখা যায়।
এদিকে নেইমার ও এমবাপ্পের লড়াই নতুন নয়। দ্রুত তা শেষ হওয়ারও নয়।
পিএসজিতে নতুন করে চুক্তির আগে ১২ খেলোয়াড়কে নাকি চাচ্ছিলেন না এমবাপ্পে। এদের মধ্যে নেইমার ও ইকার্দি ছিলেন। এই খবর নিয়ে বেশ আলোড়ন তোলে তখন।
তখন এমনও খবর শোনা গিয়েছিল, প্যারিস সেন্ট জার্মেই নেইমারকে বিক্রি করে দিতে পারে তেমন প্রস্তাব পেলে। পরে অবশ্য তেমন কিছু হয়নি। ব্রাজিলীয় তারকা প্যারিসে থেকে গেলেন।