ইউরোপে ফিরছেন নেইমার, আলোচনায় যে ক্লাব

তুমুল আশা-প্রত্যাশ্যা নিয়ে বিশ্ব ফুটবলে আবির্ভাব হয়েছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। শুরুটাও হয়েছিল দুর্দান্ত। কিন্তু ২০১৪ সালে ঘরের মাঠে সেই বিশ্বকাপের পরই যেন এলোমেলো হয়ে যায় নেইমারের সাজানো বাগান। এরপর একের পর এক চোটে পড়ে থমকে দাঁড়ায় ক্যারিয়ার।
চোটের কারণে নেইমারের ফুটবল ক্যারিয়ারের অর্ধেকেরও বেশি সময় কাটিয়েছেন মাঠের বাইরে। এখনো লড়াই করছেন চোটের সঙ্গে। প্রায় বছর দুয়েক হলো জাতীয় দলের বাইরে নেইমার। তবুও ফুটবল বোদ্ধাদের চোখে সময়ের অন্যতম তারকা ফুটবলার তিনি। বর্তমানে নেইমারের বয়স ৩২ বছর। ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন তিনি।
এভাবেই শেষ করলে এক ফুটবলীয় ক্যারিয়ারে হয়তো একটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার আক্ষেপ থেকেই যাবে নেইমারের। সেই আক্ষেপ শেষ করতেই চলতি বছরের জানুয়ারীতে সৌদি আরব ছেড়ে চলে এসেছিলেন শৈশবের ক্লাব সান্তোসে। কিন্তু সেখানেও যেনো চোট পিছু ছাড়ছে না নেইমারের। বিশ্বকাপ খেলতে এবার ভিন্ন পরিকল্পনায় এগুচ্ছেন নেইমার।
সান্তসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে এবছরের শেষে। এরপর কোথায় যাবেন নেইমার? সেই প্রশ্নের উত্তরে গুঞ্জন ছিল আবারও ইউরোপে ফিরতে পারেন তিনি। সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন ফুটবলের দলবদলের বাজারের বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানোর বরাত দিয়ে বেন স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী জানুয়ারিতে ইউরোপে ফিরতে যাচ্ছেন নেইমার। সম্ভাব্য গন্তব্য ইতালিয়ান লিগ সেরি-আ। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সেরি-আ এর বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি ও ইন্টার মিলানের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে নেইমারের এজেন্টের।
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় যৌথভাবে বসবে বিশ্ব ফুটবলের মহারণ ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপে খেলতে সব করতে রাজি আছেন নেইমার এমন কথা জানিয়েছিলেন তিনি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও বলেছেন, নেইমার ফিট থাকলেই জাতীয় দলে খেলবেন তিনি। তার পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন নেই তার।
এর আগে গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার জুনিয়র। প্রথম দফায় ৬ মাসের চুক্তি করেছিলেন ক্লাবটির সঙ্গে। এরপর দ্বিতীয় মেয়াদে আবারও ৬ মাসের চুক্তি করেন নেইমার। যার মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে।