পাকিস্তানের কাছে পাত্তাই পেল না বাংলাদেশের যুবারা
ঘরের মাঠে পাকিস্তানকে বাগে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টেস্ট ও ওয়ানডেতে হতাশার পর একমাত্র টি-টোয়েন্টিতেও পাকিস্তানের যুবাদের সামনে দাঁড়াতে পারল না স্বাগতিকরা। বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে দেশে ফিরছে পাকিস্তান যুব দল।
একমাত্র টি-টোয়েন্টিতে আজ বুধবার (১৭ মে) বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এর আগে একমাত্র টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও নিজেদের করে নেয় সফরকারীরা। পাঁচ ম্যাচের ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে কেবল একটিতে। ৪-১ ব্যবধানে সিরিজ পুরেছে পাকিস্তান। আনঅফিসিয়াল টেস্টটিতে ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে আজ রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান করেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৬০ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে হাফসেঞ্চুরি করেন জিসান আলম। মাত্র ২৬ বলে ৫২ রানের চমৎকার ইনিংস উপহার দেন তিনি। সঙ্গে ২৫ বলে ৩০ রান করেন আরিফ ইসলাম। অধিনায়ক আমিন করেন ১০ বলে ২০ রান।
জবাব দিতে নেমে এক শামিল হোসেনের ইনিংসের কাছেই এলোমেলো হয়ে যায় সব। ৪৯ বলে ১ ছক্কা ও ৭ চারে করেন ৬৭ রান। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। এ ছাড়া আরাফাত করেন ২২ বলে ৪১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২০ ওভারে ১৫৯/৫ (জিসান ৫২, মইনুল ২১, আহরার ২০, আরিফুল ৩০, মাহফুজুর ১১, আশিকুর ১৮*, শিহাব ৩*; আমির ৪-০-২৮-১, আসফান্দ ৪-০-১৭-১, আইমাল ৩-০-৪১-০, আরাফাত ৪-০-৩৪-০, হুসাইন ৩-০-২৫-২, তাহির ২-০-১২-১)।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ১৯.১ ওভারে ১৬০/৬ (শামিল ৬৭, শাহজাইব ০, সাদ ২৪, তৈয়ব ১৬, আরাফাত ৪১, হামকা ১, আসফান্দ ৬*, আমির ০*, ইকবাল ৪-০-২৩-৩, রোহানাত ৪-০-৩৯-২, জিসান ৪-০-৩৩-০, আরিফুল ১-০-৯-১, ওয়াসি ৪-০-২৪-০, মাহফুজুর ১.১-০-১১-০, জাকারিয়া ১-০-২০-০)।
ফল: দল ৪ উইকেটে জয়ী পাকিস্তান অনূর্ধ্ব-১৯।
ম্যান অব দা ম্যাচ: শামিল হুসাইন।