ফেন্সিংয়ে ফাতেমা মুজিরের সাফল্য
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফেন্সিং ডিসিপ্লিনে আজ শনিবার ইভেন্ট ছিল দুটি। নারীদের স্যাবর ব্যক্তিগত ও পুরুষদের ফয়েল দলগত। দুটি ইভেন্টেই সাফল্য পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নারীদের ব্যক্তিগত স্যাবর ইভেন্টের স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর ফাতেমা মুজিব। তিনি নিজ দলের চাঁদনি আক্তারকে ১৫-১৪ পয়েন্টে হারান। মাত্র একটি পয়েন্ট গড়ে দেয় স্বর্ণ ও রুপা পদক জয়ের ব্যবধান। স্যাবর ইভেন্টের ব্রোঞ্জ পদক জিতেছেন নৌবাহিনীর ফারজানা নিপা ও বাংলাদেশ সেনাবহিনীর নাজিয়া খাতুন।
এদিকে পুরুষদের ফয়েল দলগত ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনী ৪৫-৩১ পয়েন্টে বাংলাদেশ আনসারকে হারিয়ে জিতে নেয় স্বর্ণপদক। নৌবাহিনীর চার ফেন্সার মনির হোসেন, আসাদুজ্জামান নূর, রবিউল ইসলাম ও শফিকুল ইসলামের টিমওয়ার্ক ছিল তাদের সাফল্যের মূল রহস্য।
এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ ইয়ুথ ফেন্সিং ক্লাব ও নোয়াখালীর সোনাইমুড়ির রবিরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়।
শুক্রবার ইপিতে বাংলাদেশ আনসার ও ফয়েলে বাংলাদেশ নৌবাহিনীর ফেন্সাররা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
আগামীকাল রোববার পাঁচটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন খেলোয়াড়রা।