বিশ্বকাপ বাছাইয়ের ক্ষত নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের কাতার মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকায় পা রেখেছেন ফুটবলারেরা। এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ বাছাইয়ের অভিযান মোটেই ভালো কাটেনি বাংলাদেশের। বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে খেলা বাংলাদেশ মোট আট ম্যাচের ছয়টিতেই হেরেছে। ড্র করেছে দুটিতে। দুই পয়েন্ট নিয়েই বাছাই পর্ব শেষ করল জেমি ডের দল।
সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের সবশেষ জয় ২০১১ সাল। সেবার ২০১৪ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে লেবাননকে ২-০ গোলে হারিয়েছিল লাল-সবুজরা। এরপর এত বছর পার হয়ে গেল, কিন্তু জয় অধরাই থেকে গেল।
এবার প্রথম লেগের ম্যাচগুলোতে বাংলাদেশের প্রাপ্তি মাত্র একটি ড্র। সেটি ভারতের বিপক্ষে। অন্যদিকে, দ্বিতীয় লেগের ম্যাচগুলোতে একটি ড্র। সেটি আফগানিস্তানের বিপক্ষে। বাকি সবগুলোতেই হার। শেষটি হেরেছে ওমানের কাছে ৩-০ গোলে।
বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট নিয়ে শেষ করার আশা করেছিল বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক তপু বর্মন শুনিয়েছিলেন তেমনটাই। কিন্তু সে আশা আর পূরণ হলো না। শক্তিশালী ওমানের কাছে হেরে গেল লাল-সবুজের দল। এর আগে প্রথম দেখায়ও ওমানের কাছে হেরেছিল লাল-সবুজরা। সেবার প্রথম লেগে হেরেছিল ৪-১ গোলে।
বিশ্বকাপ বাছাই শেষে বাংলাদেশ দলের পরবর্তী মিশন প্রিমিয়ার লিগ। আগামী সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কোয়ারেন্টিন শেষে প্রিমিয়ার লিগের প্রস্তুতি নিতে নেমে পড়বেন ফুটবলারেরা।