ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সুবিধা করতে পারেনি মারুফুল হকের শিষ্যরা। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। ভিয়েতনাম অনূর্ধ্ব-২০ দলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হার মানতে হয় বাংলাদেশকে।
ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। মাত্র চার মিনিটে টি হোয়াংয়ের গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ৩০ মিনিটে আবারও গোল করে ভিয়েতনামকে এগিয়ে নেন হোয়াং।
প্রধমার্ধে অবশ্য একটি গোল শোধ করে বাংলাদেশ। ৪১ মিনিটে পিয়াস নোভার গোলে ব্যবধান কমে। গোল করে অবশ্য তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পরের মিনিটেই ভিয়েতনামকে এগিয়ে নেন কিউ ডি লি। প্রধমার্ধ শেষ হয় ৩-১ গোলে।
বিরতি থেকে ফিরে বাংলাদেশ রক্ষণে জোর দেয়। নিজেদের রক্ষণ ঠিক রেখে গোল শোধের কয়েকটি চেষ্টা করলেও সেসব আলোর মুখ দেখেনি। উল্টো ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান ৪-১ করেন গুয়েন পং। শেষ পর্যন্ত এটিই হয়ে রয় জয়সূচক গোল। বাংলাদেশ পায় বড় ব্যবধানে হারের লজ্জা।