স্পিনে দশে দশ বাংলাদেশের
সিরিজের হিসেবে চার আর মাসের হিসেবে ১৭ মাস পর ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। মাঝে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একবার হোয়াইটওয়াশ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। মিরপুরের স্পিন স্বর্গে পুরনো গল্পের ইতি টেনে নতুন গল্প লিখল বাংলাদেশ। সেই গল্পের নায়ক রিশাদ হোসেন-তানভির ইসলাম-মেহেদী মিরাজ-নাসুম আহমেদরা। লম্বা সময় পরে বাংলাদেশকে একটি সিরিজ জয়ের আনন্দ এনে দিলেন স্পিনাররা।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে এসেছেন স্পিনাররা।
সিরিজের শেষ ম্যাচে আজ তো স্পিনে দশে দশ বাংলাদেশের। ক্যারিবিয়ানদের ১০ উইকেটের সবগুলোই তুলে নিয়েছেন স্পিনাররা। শুরুটা করেছিলেন নাসুম আহমেদ। এরপর মাঝখানে ক্যারিবিয়ান ইনিংসে ছোবল হানেন তানভির ইসলাম আর রিশাদ হোসেন। আকিল হোসেনকে ফিরিয়ে কাজটা শেষ করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৬ ওভারে ১১ রানে নাসুমের শিকার ৩। ৯ ওভারে ৫৪ রান দিয়ে রিশাদের শিকারও সমান ৩। দুটি করে উইকেট গেছে মিরাজ আর তানভিরের ঝুলিতে।
স্বাভাবিক সময়েই মিরপুরের উইকেটে সহায়তা পান স্পিনাররা। কিন্তু সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সেটি ছিল আরও বেশি। বিশেষ করে কালো উইকেটে রাজত্বই করেছেন দুই দলের স্পিনাররা। ওয়েস্ট ইন্ডিজতো ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বদলে দিয়েছে ইনিংসের ৫০ ওভারই স্পিন বল করে।
তিন ম্যাচ সিরিজে সবমিলিয়ে খেলা হয়েছে ২৬৮ ওভার ৫ বল। এর মধ্যে স্পিনাররাই করেছেন ২২৭ ওভার ১ বল। বিপরীতে মোটে ৩৪ ওভার ৪ বল করেছেন পেসাররা।
উইকেটের হিসেবেও স্পিনাররাই সর্বেসর্বা। এই সিরিজে দুই দল মিলিয়ে উইকেট পড়েছে ৫৪টি। এর মধ্যে স্পিনারদের ঝুলিতে গেছে ৪৫টি উইকেট। পেসারদের শিকার ৮টি আর একটি উইকেট গেছে রান আউটে কাটা পড়ে।
পেসারদের মধ্যে আবার ৮ উইকেটের সবগুলোই এসেছে প্রথম ম্যাচে। শেষ দুই ম্যাচে ছিল শুধুই স্পিনারদেরই দাপট। স্পিনশক্তি বাড়াতে দুই দলই সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত করেছিল একজন করে স্পিনার।
দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বল করায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে সবচেয়ে সফল স্পিনার আকিল হোসেন। সিরিজের মাঝপথে দলের সঙ্গে যোগ দিয়ে দুই ম্যাচ খেলে তার শিকার ৬ উইকেট।
অন্যদিকে, বাংলাদেশ তো বটেই পুরো সিরিজেই সফল বোলার টাইগার লেগস্পিনার রিশাদ হোসেন। তিন ম্যাচ মিলিয়ে তার শিকার ১২ উইকেট। সিরিজে একমাত্র ফাইফার তুলে নিয়েছেন রিশাদ। প্রথম ম্যাচে শিকার করেছিলেন ৬ উইকেট।

স্পোর্টস ডেস্ক