নিজের অধিনায়কত্ব নিয়ে কী বলছেন মিরাজ?
ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের পরিসংখ্যান সুখকর নয়। ১৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয়ের স্বাদ পেয়েছেন মাত্র তিনটিতে। যার দুটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতে অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে হেরেছে বাংলাদেশ। যার দায় যায় মিরাজের ওপরও।
ওয়ানডেতে বাংলাদেশের সামনের দিনগুলি বেশ কঠিন। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে সেরা ৯ এ থাকতে হবে। সবমিলিয়ে কী ভাবছেন মিরাজ, দীর্ঘ সময় অধিনায়ক হিসেবে থাকবেন কি না, এমন প্রশ্ন করা হয় তাকে। মিরপুরে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন, অত দূরে ভাবছেন না তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমি অত দীর্ঘ মেয়াদে ভাবছি না। আমাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই সময়ে যত ম্যাচ হবে, তা নিয়ে ভাবছি। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, তখন আমরা কততে ছিলাম? ১০ নম্বরে। এখনও ১০ নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলগে গেলে আমাদের টপ এইটে থাকতে হবে। আমরা সেই চেষ্টাই করব। '
মিরপুরের কালো পিচ নিয়ে সমালোচনা হয়েছে সিরিজজুড়ে। হোম অ্যাডভান্টেজ আদতে কতটা কাজে দিচ্ছে, এই সুবিধা নেওয়া যৌক্তিক কি না, সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন এই অলরাউন্ডার। তার মতে, ঘরের মাঠের সুবিধা সবাই নেয়।
মিরাজ বলেন, 'আপনি পৃথিবীর যে জায়গাতেই খেলতে যান, যাদের বিপক্ষে খেলেন, তারা হোম অ্যাডভান্টেজ নেয়। আমরা যখন বাংলাদেশে খেলি, হোম অ্যাডভান্টেজ নেব। বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুতিটা অন্যরকম। পরিকল্পনা করতে হবে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজে আমরা ঘরের সুবিধা নেব।'
মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন প্রায় সবাই। স্কোরবোর্ড থেকে এক ঝলক দেখে নেওয়া যাক...
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ১০-১-৪১-৪, পিয়েরে ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, আথানেজ ৭-০-৩৭-২, চেজ ৮-১-৫৩-১, মোতি ৮-০-৫৩-১)
ওয়েস্ট ইন্ডিজ : ৩০.১ ওভারে ১১৭/১০ (আথানেজ ১৫, কিং ১৮, অগাস্টে ০, কার্টি ১৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেজ ০, গ্রেভস ১৫, মোতি ৭, আকিল ২৭, পিয়েরে ০*; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭.১-০-৩৫-২, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)
ফলাফল : বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

ক্রীড়া প্রতিবেদক