বোর্ড চাইলে টেস্টেও অধিনায়কত্ব করতে রাজি মিরাজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আপাতত লক্ষ্যটা কারিবীয়দের টি-টোযেন্টি সিরিজে হারানো। তবে টেস্টের কথা ভুলে গেলেতো আর চলবেনা। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের কোন অধিনায়ক নেই এখন। তবে বোর্ড চাইলে টেস্টেও অধিনায়কত্ব করতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সিরিজে হেরেছে বাংলাদেশ। এই সফরেই ওয়ানডে সংস্করণের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজকে দায়িত্ব দেওয়া হয়। এরপর সিরিজ শেষে অনেকটা অভিমান নিয়েই টেস্টের অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ান শান্ত।
নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবে বাংলাদেশ। বর্তমানে এই সংস্করণে অধিনায়ক নেই টাইগারদের। নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজের আগেই তাই অধিনায়ক কে হচ্ছেন সেটি চূড়ান্ত করতে হবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। টেস্টে অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে মিরাজ রাজি হবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, (কাকে অধিনায়কত্ব দিবে) ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তাদের উপরই সিদ্ধান্ত। তারা কীভাবে, কাকে চিন্তা করছে। যদি দেয়, অবশ্যই করব। তবে সেটার একটা প্ল্যানিং আছে। তারা কীভাবে চায়, আমি কীভাবে চাই। যদি দুপক্ষের মেন্টালিটি ঠিক থাকে, তাহলে অবশ্যই করব।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মিরাজের অধিনায়কত্বেই তিন ম্যাচ সিরিজে টাইগার জিতেছে ২-১ ব্যবধানে। তৃতীয় ম্যাচে বাংলাদেশ কেমন খেলেছে সেটি দেখি নিন স্কোরকার্ড থেকে…
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, মিরাজ ১৭, সোহান ১৬*; আকিল ১০-১-৪১-৪, পিয়েরে ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, আথানেজ ৭-০-৩৭-২, চেজ ৮-১-৫৩-১, মোতি ৮-০-৫৩-১)
ওয়েস্ট ইন্ডিজ : ৩০.১ ওভারে ১১৭/১০ (আথানেজ ১৫, কিং ১৮, অগাস্টে ০, কার্টি ১৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেজ ০, গ্রেভস ১৫, মোতি ৭, আকিল ২৭, পিয়েরে ০*; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭.১-০-৩৫-২, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)
ফলাফল : বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।
ম্যাচ সেরা : সৌম্য সরকার।
সিরিজ সেরা : রিশাদ হোসেন।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

স্পোর্টস ডেস্ক