সমালোচনার মাঝেই মিরাজ পেলেন সুখবর

রীতিমতো কাঠগড়ায় তোলা হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার ওভারে হারের পর প্রশ্ন উঠেছে তার অধিনায়কত্ব নিয়েও। যে ম্যাচ অনায়াসে জেতার কথা, সেটিই কি না মুঠো গলে বেরিয়ে গেল। অধিনায়ক মিরাজের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠলেও, অলরাউন্ডার মিরাজ পেয়েছেন সুখবর।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটার ও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে মিরাজের। দুই বিভাগে ভালো করা মিরাজ এগিয়েছেন অলরাউন্ডারদের তালিকায়ও। ওয়ানডেতে বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে তার অবস্থান ১৮ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৭৮।
ব্যাটার মিরাজ এগিয়েছেন দুই ধাপ। ৪৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৬৩ নম্বরে। আর অলরাউন্ডারের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে তার। ২৭৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন চার নম্বরে।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে দেখা যায়, ওয়ানডেতে বোলারদের তালিকায় প্রথমবার সেরা ১০০-তে ঢুকেছেন রিশাদ। দিয়েছেন ক্যারিয়ার সেরা লাফ। ৬৫ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান এখন ৬৮তম। রেটিং পয়েন্ট ৪৩০। র্যাঙ্কিং ও রেটিং, দুটোই রিশাদের ক্যারিয়ার সেরা।
র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদেরও। ১৬ ধাপ এগিয়ে তিনি এখন ৭১ নম্বরে। নাসুমের রেটিং পয়েন্ট ৪২৮। এগিয়েছে স্পিনার তানভীর ইসলামও। দুই ধাপ এগিয়ে ৯৬ নম্বরে আছেন তানভীর, রেটিং পয়েন্ট ৩৮২। পেসার মুস্তাফিজুর রহমানের অবস্থান অপরিবর্তিত আছে। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৫৬ নম্বরে। উইন্ডিজ সিরিজের দলে থাকা পেসার তাসকিন আহমেদ পিছিয়েছেন চার ধাপ।
ওয়ানডের ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে এগিয়ে আছেন তাওহিদ হৃদয়। সাত ধাপ এগিয়ে তিনি এখন ৩৫ নম্বরে, রেটিং পয়েন্ট ৫৬২। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে হৃদয় সবার ওপরে। আগের মতোই ৪৩ নম্বরে আছে নাজমুল হোসেন শান্ত। তালিকায় পাঁচজনকে পেছনে ঠেলে দিয়েছেন সৌম্য সরকার। তিনি আছেন ৮৬ নম্বরে।
লিটন দাস ও জাকের আলী অনিকের অবনতি হয়েছে। তিন ধাপ পিছিয়ে ৭৮ নম্বরে নেমে গেছেন জাকের। লিটন আরও বেশি অবনতি হয়েছে। সাত ধাপ পেছানো লিটন এখন আছেন ৯১তম অবস্থানে।