হংকং ম্যাচের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে ড্র করেছে বাংলাদেশ। সাম্প্রতিক দিনগুলোতে ফুটবলে বাংলাদেশের উন্নতির যে ধারা, হংকংয়ের সঙ্গে ড্র তার প্রমাণ। মাঠের ৯০ মিনিটে বাংলাদেশ হাল ছাড়ে না। শেষের আগে শেষ বলতে নারাজ এই দলে এখন বলা যায় তারকার ছড়াছড়ি।
হংকংয়ের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছেন তরুণ তুর্কি ফাহমিদুল ইসলাম। ইতালি থেকে আসা এই ফুটবলারকে আগামীর বাংলাদেশ দলের অন্যতম বড় অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। দুঃখের ব্যাপার, ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের পরের ম্যাচে খেলবেন না ফাহমিদুল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকং ম্যাচে হলুদ কার্ড দেখেন ফাহমিদুল। আগের ম্যাচেও কার্ড দেখেছিলেন তিনি। দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় এএফসির নিয়ম অনুযায়ী, এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফাহমিদুল। ভারত ম্যাচে দলে থাকছেন না তারিক কাজীও। তিনি লাল কার্ড দেখেছেন হংকংয়ের বিপক্ষে।
আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়াম ঢাকায় ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। ম্যাচটি অবশ্য নিয়মরক্ষার। গতকাল সিঙ্গাপুরের কাছে ভারতের হারে শেষ হয়েছে এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশের খেলার সম্ভাবনা। বাদ পড়েছে ভারতও।