দেশে ফিরেছে বাংলাদেশ দল

ম্যাচটি বাংলাদেশের কাছে ছিল বাঁচা-মরার। বাংলাদেশ লড়াই করেছে বুক চিতিয়ে। জয় না আসলেও হংকংয়ের বিপক্ষে তাদের মাঠে ড্র করাটা বীরোচিতই বটে। পয়েন্ট টেবিল অবশ্য বলছে, এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বিদায়ের হতাশা সঙ্গী করে আজবুধবার (১৫ অক্টোবর) দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল।
এশিয়ান কাপের বাছাইপর্বে চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দুই। দুটি হার ও ড্রতে স্বপ্ন ভেঙেছে সবার। ইতিবাচক দিক, ফুটবলাররা মাঠে উজাড় করে দিয়েছেন নিজেদের। যা সুন্দর আগামীর ইঙ্গিত দেয়। এখন বাংলাদেশ মাঠে নামে জয়ের জন্যই।
গতকাল হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। দেশটির কাই টাক স্পোর্টস পার্কের প্রায় ৫০ হাজার স্বাগতিক দর্শকের সামনে বাংলাদেশ খেলেছে পাল্লা দিয়ে।
একজন নম্বর নাইনের অভাব বাংলাদেশ দলে অনেক দিনের। প্রায়ই গোল মিস করে বসেন বাংলাদেশের ফুটবলাররা। হংকংয়ের বিপক্ষে এদিনও বাংলাদেশ ব্যতিক্রম কিছু করেনি। এর ওপর প্রথম ম্যাচে ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারে। সেসব নিয়েও আক্ষেপ ঝড়ল রাকিবের কণ্ঠে।
এসব নিয়ে হংকংয়ে গোল করা রাকিব হোসেন বলেন, ‘প্রথম ম্যাচ (হোম) আমরা ড্র করতে পারতাম। আজকের (গতকাল) ম্যাচটি জিততে পারতাম। আমরা ১১ জনই ভালো খেলেছি এবং ভালো খেলা উপহার দিয়েছি, যদিও সিলি মিসটেকে গোল কনসিড করেছি।’