রেকর্ড গড়ে সিরিজ সেরা রিশাদ
বাংলাদেশ ক্রিকেটে বড় একটি আক্ষেপের নাম ছিল লেগস্পিনার। সেই আক্ষেপ ঘুচেছে বছর দুয়েক হলো। লাল-সবুজের জার্সিতে আশার প্রতীক হয়ে এসেছেন রিশাদ হোসেন। একজন লেগস্পিনার কি করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেটি দেখালেন রিশাদ।
লম্বা সময় ধরে সিরিজ না জেতা বাংলাদেশের জন্য যেন অন্ধকারে মশাল হয়ে দেখা দিয়েছিলেন রিশাদ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও রিশাদ ছিলেন উজ্জ্বল। যেন এক ‘কমপ্লিট প্যাকেজ’। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জিতলেন সিরিজ সেরার পুরষ্কার। রেকর্ড বইয়েও নাম লিখিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে শেষ ওয়ানডেতে ৯ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়েছিলেন রিশাদ। সেই ম্যাচে তিনি একাই ধসিয়ে দিয়েছিলেন ক্যারিবিয়ানদের।
প্রথম ম্যাচে ব্যাটহাতেও দলের জয়ে অবদান ছিল এই লেগস্পিনারের। ১৪ বলে খেলেছিলেন ২৮ রানের অপরাজিত ইনিংস। সেই ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন রিশাদ।
দ্বিতীয় ম্যাচে রিশাদের শিকার ছিল ৩টি। তবে এদিন ব্যাটহাতে আরও উজ্জ্বল ছিলেন তিনি। মাত্র ১৪ বলে সমান ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ছিলেন ৩৯ রানে। যদিও শেষ পর্যন্ত সেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সবমিলিয়ে তিন ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন রিশাদ। ব্যাটহাতে তিন ম্যাচে করেছেন ৭০ রান।
এমন পারফরম্যান্স দিয়ে রেকর্ডও গড়েছেন রিশাদ। তিন ম্যাচের কোনো ওয়ানডে সিরিজে বাংলাদেশিদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন তিনি। রিশাদের আগে আছেন দুজন—মুস্তাফিজুর রহমান আর মাশরাফি বিন মর্তুজা।

স্পোর্টস ডেস্ক