খেলায় হারজিত থাকবেই : বাংলাদেশ ফুটবল কোচ
ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ৯০ মিনিট পর্যন্ত ভুটানকে আটকে রাখলেও শেষ রক্ষা হয়নি সফররতদের। ৯০ মিনিটে ভুটানের ফরোয়ার্ড কিংগা ওয়াংচুর গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। যোগ করা পাঁচ মিনিট সময়ে গোল আর শোধ করতে না পারায় ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতে আজ রোববার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমাথান স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান। স্বাগতিক ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সেটি ধরে রাখতে পারল না শেষ ম্যাচে। দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়।
জিততে না পারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশ দল। পেয়েছিল বেশকিছু ভালো সুযোগও। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার মতে, খেলায় হারজিত থাকবেই। সামনে এগিয়ে যেতে হবে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।
বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা বেশকিছু ভালো সুযোগ পেয়েছিলাম। সেসব কাজে লাগাতে পারিনি। আমরা কিছু ভুলও করেছি। শেষ দিকে ওরা আমাদের দুর্বলতা কাজে লাগিয়েছে। ফাঁকা পেয়ে গোল করেছে। আমাদের সামর্থ্য ছিল ফল নিজেদের পক্ষে আনার। সেটি হয়ে ওঠেনি। খেলায় হারজিত থাকেই, এসব নিয়ে পড়ে থাকলে হবে না। তবে, ছেলেদের মানসিকতার উন্নতি হয়েছে। আরও উন্নতি করতে হবে।’