বৃষ্টিতে ভেস্তে গেল সাউদাম্পটন টেস্টের প্রথম সেশন
ক্রিকেট ভক্তদের আগ্রহের কেন্দ্রে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে সাদা পোশাকে সেরা হওয়ার জন্য লড়াই করবে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টির কারণে এখনো মাঠেই গড়াল না দুদলের ফাইনাল লড়াই। বৃষ্টিতে ভেস্তে গেল সাউদাম্পটন টেস্টের প্রথম সেশন।
সাউদাম্পটনে গতকাল বৃহস্পতিবার থেকেই চলছে প্রবল বৃষ্টি। আজ শুক্রবারও তা অব্যাহত। ফলে প্রথম সেশনের খেলা শুরু করা গেল না। আধ ঘণ্টা সময় এগিয়ে আনা হলেও খেলা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। এমনকি এখনো টসও মাঠে গড়ানো সম্ভব হয়নি। কভার দিয়ে ঢাকা পুরো উইকেট। আর ড্রেসিং রুমে বসেই অলস সময় পার করছেন ক্রিকেটাররা।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, উইল ইয়ং, বিজে ওয়েটলিং, টম ব্ল্যান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়েগনার, আজাজ প্যাটেল, টেন্ট বোল্ট, ম্যাট হেনরি।