প্রথম সেশন শেষে স্বস্তিতে ভারত
লন্ডনের দ্য ওভালে টস জিতে বোলিং নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারত টস জিতেছে অথচ ব্যাটিং নেয়নি, এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল সাত বছর আগে। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘাসের উইকেটে টস জিতে বোলিং নেওয়াকেই প্রাধান্য দিলেন রোহিত।
উইকেট দাবি রাখে পেসারের। সে দাবি পূরণ করতে রবিচন্দ্রন অশ্বিনের মতো স্পিনারকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে দল সাজিয়েছে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারে ভারত। ভারতের টানা দ্বিতীয় ফাইনালের বিপরীতে অস্ট্রেলিয়ার এটি প্রথম ফাইনাল। ফাইনালে শুরুটা ভালো হয়নি অসিদের। চতুর্থ ওভারের চার নম্বর বলে মোহাম্মদ সিরাজের শিকারে পরিণত হন অসি ওপেনার উসমান খাজা। সিরাজের বলে উইকেটের পেছনে শ্রীকর ভারতের হাতে ক্যাচ তুলে শূন্য রানে ফেরেন খাজা। অসিদের স্কোরবোর্ডে তখন মোটে দুই রান।
দুই রানেই প্রথম উইকেট হারানোর ধাক্কা প্রাথমিকভাবে সামাল দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেনকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। তার প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি পেসার শার্দুল ঠাকুর। ২২ তম ওভারে লেগে কাট করতে যান ওয়ার্নার। শট মিস করেন। কিন্তু ব্যাটে লেগে বল নিচু হয়ে গেলে দারুন ডাইভে ক্যাচ লুফে ভারত। ওয়ার্নারের ইনিংস থামে ৪৩ রানে। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৩ ওভার শেষে অসিদের সংগ্রহ ২ উইকেটে ৭৩। লাঞ্চের আগে উইকেট পাওয়ায় স্বস্তিতে ভারত।