অসিদের বোলিং তোপে ২৯৬ রানেই গুটিয়ে গেল ভারত
আজিঙ্কা রাহানে-শার্দুল ঠাকুরের দারুণ একটা জুটি নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত। তৃতীয় দিনের প্রথম সেশনে ২২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ১০৯ রান তোলে তারা। রাহানে-শার্দুলের অবিচ্ছিন্ন ১০৮ রানের জুটি আশা জাগায় ভক্তদের মনে। ৮৯ রানে অপরাজিত থাকা রাহানের কাছ থেকে একটা সেঞ্চুরি আশা করেছিল ভারতীয়রা।
কিন্তু রাহানে কিংবা শার্দুল ঠাকুররা বেশিক্ষণ থাকতে পারেননি। দ্বিতীয় সেশনে মাত্র ৯.৪ ওভারে ৩৬ রান তুলে বাকি চার উইকেট হারায় ভারত। এতে ৬৯.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৯৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস।
লাঞ্চ বিরতির আগেই অস্ট্রেলিয়ার পেসারদের সামনে অসহায় লাগছিল ভারতকে। বারবার মাঠে ফিজিওদের ছুটে আসা জানান দিচ্ছিল ভারতের ব্যাটারদের অসহায়ত্ব। লাঞ্চের পর যা আরও প্রবল হয়। ৮৯ রানেই প্যাট কামিন্সের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রাহানে। এরপর কামিন্সের গতির গোলায় পরাস্ত হন উমেশ যাদব। তাকে বোল্ড করেন কামিন্স।
রাহানের সঙ্গে মিলে দারুণ প্রতিরোধ গড়েছিলেন শার্দুল। কিন্তু সঙ্গীকে হারিয়ে যেন একা হয়ে যান তিনি। ১০৯ বলে ৫১ রানের ধৈর্যশীল ইনিংস থামে গ্রিনের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে। শেষ ব্যাটার হিসেবে মোহাম্মদ শামিকেও তালুবন্দি করেন ক্যারি। তবে, এবার বোলার মিচেল স্টার্ক।
প্রথম ইনিংসে ৪৬৯ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত গুটিয়ে গেল ২৯৬ রানে।
অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স শিকার করেন তিন উইকেট। দুটি করে উইকেট পান স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন।
১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে অসিদের সংগ্রহ ১ উইকেটে ২ রান। ক্রিজে আছেন উসমান খাজা ও মার্নাস লাবুশেন।