মন ভেঙেছে শিষ্যদের, ধাক্কা কাটানোই মূল লক্ষ্য গার্দিওয়ালার
প্রথম লেগে জয়ের সুবিধা। দ্বিতীয় লেগেও লিড পাওয়া। আক্রমণ-দখল সেসব দিক থেকে এগিয়ে গিয়েও কোনো লাভ হলো না। শেষের ভাগ্য গড়ে দিল শেষ কয়েক মিনিট। তাতে প্রত্যাবর্তনের গল্প লিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। আর হতাশার হারে মন ভেঙেছে ম্যানচেস্টার সিটির।
এমন পরাজয়ে বিধ্বস্ত পুরো ম্যানসিটি শিবির। তাই এই মুহূর্তে ফল নিয়ে না ভেবে শিষ্যদের ধাক্কা থেকে বের করে আনাই মূল লক্ষ্য দলটির কোচ পেপ গার্দিওয়ালার।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল। সেমিফাইনাল থেকেই হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয়েছে সিটির। তবুও ম্যাচজুড়ে দুর্দান্ত খেলার তৃপ্তিটুকু নিয়ে ফিরেছেন সিটির কোচ।
নিজের দল যে ভালো খেলেছে সেটা বলছেন গার্দিওলা। হতাশার হার নিয়ে গার্দিওয়ালা বলেন,‘ম্যাচের একেবারের শেষ দিক ছাড়া আমরা দুর্দান্ত ছিলাম। কিন্তু সবই নির্ভর করে গোলের ওপরে এবং তারা একটি গোল বেশি করেছে। অধিকাংশ ম্যাচে আমরা নিয়ন্ত্রণে ছিলাম। আমরা ভালো খেলেছি। প্রথম গোলের আগ পর্যন্ত আমরা মাদ্রিদের কিছুতে বিচলিত ছিলাম না। তাদের ইতিহাসে এমনটা অনেকবার করেছে, কিন্তু আমরা শঙ্কিত বোধ করিনি।’
এরপর সিটির কোচ বলেন, ‘আমাদের খেলোয়াড়দের (এই ধাক্কা থেকে) তুলতে হবে। খেলাধুলায় এমনটা যহতেই পারে। তবে পাওয়ার খুব কাছাকাছি থাকার এই অনুভূতি।’