মালিকের ওপর নিষেধাজ্ঞা, চরম সঙ্কটের সামনে চেলসি
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরেই একে একে বিভিন্ন রাশিয়ান সংস্থা এবং ব্যবসায়ীদের ওপর ইউরোপের বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সে ধারাবাহিকতায় ব্রিটিশ সরকার চেলসির মালিক এবং রাশিয়ান ব্যবসায়ী রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
অবশ্য গত সপ্তাহেই চেলসি ক্লাব বিক্রির আগ্রহ প্রকাশ করেছিলেন আব্রামোভিচ। এখনও চেলসি ক্লাব বিক্রি হয়নি। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটি এবার বড় বিপদে পড়তে চলেছে। আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও বিশেষ লাইসেন্সের মাধ্যমে চেলসি ম্যাচ খেলতে পারবে, তবে বিভিন্ন বিষয়ে তাদের হাত পা বাঁধা।
আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞার ফলে এই মৌমুমে একমাত্র চেলসি ক্লাবের সিজন টিকেট মালিকরা ছাড়া অন্য কেউ স্ট্যামফোর্ড ব্রিজে (চেলসির ঘরের মাঠ) বসে চেলসির খেলা দেখতে পারবেন না। কারণ চেলসি আর কোনোরকম ম্যাচ টিকেট বিক্রি করতে পারবে না। তারা নতুন কোনো ফুটবলার কেনাবেচাও করতে পারবে না। এমনকী অধিনায়ক সেজার অ্যাজপিলিকুয়েটা, অ্যাস্থোনিও রুডিগারের মতো যেসব ফুটবলারদের চুক্তি এ বছরেই শেষ হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে নতুন চুক্তিও করতে পারবে না ব্লুজরা।
তাদের জার্সি থেকে শুরু করে নানা জিনিসপত্র বিক্রিতেও রয়েছে নিষেধাজ্ঞা। আব্রামোভিচ এমন অবস্থাতে ক্লাব বিক্রি করতে পারবেন না। ফলে চেলসির ভবিষ্যত সঙ্কটের সামনে।
গোল ডটকমের খবরে বলা হয়েছে, আব্রামোভিচ যদি চেলসি ক্লাব বিক্রি করে কোনো টাকা না পান, তবেই এই সময়েও চেলসি ক্লাব বিক্রি হতে পারে। বলাই যায় আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা চেলসিরও বিরাট ক্ষতি হতে চলেছে।