মাহমুদউল্লাহ-ইমরুলের ‘ট্রাম্প কার্ড’ রানা
বঙ্গবন্ধু বিপিএলের নিলাম থেকে মেহেদী হাসান রানাকে কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিত রানা অনুশীলন করে গেছেন রংপুরের নেটে। সেখান থেকে অধিনায়ক মাহমুদউল্লাহ-ইমরুল কায়েস মিলে রানাকে অন্তর্ভুক্ত করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। সেই রানাই এখন চ্যালেঞ্জার্সদের ‘ট্রাম্প কার্ড’।
সুযোগ পাওয়ার পর প্রতিটি ম্যাচে চমক দেখিয়ে যাচ্ছেন রানা। উইকেট নেওয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও বেশ হিসাবি এই প্রতিভাবান বোলার।
এখন পর্যন্ত ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি রানা। সাত উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন কুমিল্লার সৌম্য সরকার। ছয় উইকেট নিয়ে তিনে আছেন রুবেল হোসেন। সমান ছয় উইকেট নিয়ে চার ও পাঁচে আছেন চট্টগ্রামের মোক্তার আলী ও উইলিয়ামস। অথচ সেরা পাঁচে তো দূরের কথা, শীর্ষ দশেও নেই মুস্তাফিজুর রহমান। রানার সমান চার ম্যাচ খেলা মুস্তাফিজ মাত্র চার উইকেট নিয়ে আছেন ১৫তম অবস্থানে।
গতকাল শুক্রবার কুমিল্লার বিপক্ষেও চট্টগ্রামের জয়ের নায়ক ছিলেন রানা। গতকাল চার ওভার বোলিং করে মাত্র ২৮ রানের বিনিময়ে চার উইকেট নিলেন রানা। ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক ইমরুল জানালেন, রানাই তাঁদের ট্রাম্পকার্ড। ইমরুলের কথায়, ‘রানার বিষয়ে আমি আর রিয়াদ ভাই একরকম চ্যালেঞ্জ নিয়েছিলাম। সে যখন দল পায়নি, তখন আমি আর রিয়াদ ভাই আলোচনা করে তাকে দলে নিয়েছিলাম। রানাকে আসলে একটি ট্রাম্প কার্ড হিসেবে পেয়েছি আমরা।’
সামনের দিকে রানা আরো ভালো করবেন বলে বিশ্বাস করেন চট্টগ্রাম অধিনায়ক, ‘ও (রানা) নিজের কাজটি অনেক ভালোভাবে করে যাচ্ছে। আমার মনে হয়, এটা ওর ক্যারিয়ারের জন্য ভালো হয়েছে। প্রথমে কেউ ওকে চিনতেই পারছিল না। আপনারা দেখবেন যে এমন অনেক বোলার আছে যারা বিপিএলে দল পায়নি, তাদের কেউ চেনে না। রানার জন্য ভালো হয়েছে, আমার বিশ্বাস ও আরো ভালো করবে।’

স্পোর্টস ডেস্ক